মেঘলা দিনের স্ট্যাটাস, ছন্দ ও কবিতা
মেঘলা দিকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন ধরনের রোমান্টিক স্ট্যাটাস মজার স্ট্যাটাস এবং কবিতা লিখে থাকেন আর এই তথ্যগুলো অনুসন্ধান করে আমাদের ওয়েবসাইটে এসে থাকেন বিপুল সংখ্যক মানুষ । আর এই মানুষদের সহযোগিতার জন্য আমরা সেরা কিছু মেঘলা দিনের স্ট্যাটাস ছন্দ ও কবিতা প্রদান করেছি । আমরা আমাদের ডিজিটালদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি । এক্ষেত্রে আমরা আজকের আলোচনায় মেঘলা দিন সম্পর্কে কিছু তথ্য প্রদান করবো যা আমরা অনেকেই খুঁজে থাকি । মেঘলা দিনের পরিবেশটা অনেকটাই ব্যতিক্রম হয়ে থাকে । অনেকেই এমন দিন পছন্দ করে থাকেন এমন দিনগুলোতে ছাদে বসে কিংবা বাইরে হাঁটতে পছন্দ করেন এমন পরিবেশটি সত্যিই অনেক সুন্দর হয়ে থাকে মেঘলা দিনের পরিবেশ গুলোতে অনেকেই ঘুরে বেড়াতে আগ্রহ প্রকাশ করে ।
এছাড়াও অনেকেই ব্যালকনিতে দাঁড়িয়ে জানালার পাশ দিয়ে উঁকি মেরে মেঘলা দিনের আকাশ গুলো দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। এদিনের পরিবেশ আমাদের অন্যভাবে ভাবাতে বাধ্য করে এক্ষেত্রে আমরা এই মেঘলা দিন কে কেন্দ্র করে উদার মনে স্ট্যাটাস ছন্দ ও কবিতা গুলো পড়ার জন্য আগ্রহ প্রকাশ করে অনলাইনে এসে থাকি। আমরা অনেকেই রয়েছে যারা এমন দিনগুলোকে কেন্দ্র করে স্ট্যাটাস প্রদান করতে আগ্রহ প্রকাশ করি এমন ব্যক্তিদের জন্য আমরা সেরা কিছু স্ট্যাটাস দিয়ে উপস্থিত হয়েছি যেগুলো মেঘলা দিনের উপর ভিত্তি করে সুন্দরভাবে তৈরি করা হয়েছে ।
সুতরাং যে সমস্ত ব্যক্তি স্ট্যাটাস গুলো ব্যবহার করতে চান তারা আমাদের সাথে থাকতে পারেন পাশাপাশি আমরা ছন্দ প্লান করেছি অনেকেই গ্রাম অঞ্চলে থেকে সন্দেহ ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেন তাদের জন্য সেরা ছন্দ রয়েছে এছাড়াও কবিতা প্রেমীদের জন্য থাকছে মেঘলা দিনের কবিতা যেগুলো অনেক রোমান্টিক। এই সমস্ত তথ্য সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকলে আমাদের সাথে থেকে জেনে নিতে পারেন আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে ।
মেঘলা দিনের স্ট্যাটাস
নীল আকাশে সাদা কালো মেঘ ভেসে বেড়ায় মেঘলা দিনগুলোতে। মনে হয় যেন মেঘ নেমে আসছে পৃথিবীর ভূমির কাছে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের আকৃতি নিয়ে ভেসে বেড়ায় আকাশে দেখতে নেহাত মন্দ নয়। আর এই সুন্দর পরিবেশ অনেকেই মুগ্ধ হয়ে এসটাটাস প্রদান করেন। এছাড়াও মেঘলা দিনের বৃষ্টির আগের পরিবেশ আরো অনেক সুন্দর অনেক মধুর। এই সৌন্দর্যের উপর মুগ্ধ হয়ে অনেকেই স্ট্যাটাস প্রদান করতে আগ্রহ প্রকাশ করে তবে সে কাজগুলো নিজে না লিখে অনলাইন থেকে সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করেন। এক্ষেত্রে আমরা আমাদের পাঠকদের জন্য সেরা কিছু মেঘলা দিনের স্ট্যাটাস নিয়ে উপস্থিত হয়েছে যেগুলো খুবই সুন্দর আপনি চাইলে এখান থেকে স্টাটাস নির্বাচন করে ব্যবহার করতে পারে :
- এই মেঘলা দিনে একলা
ঘরে থাকতে চায় না মন কবে
তুমি আমায় তোমার কাছে
যাবার নিমন্ত্রণ দিবে প্রিয়। - মেঘলা দিনে মন কেমন কেমন করে
তোমার দেওয়া আলতো পরশ
পেতে চায় মন বারে বারে। - এই মেঘলা দিনে হয়েছিল
আমাদের প্রথম দেখা
হায়রে নিয়তি চলে গেলে
তুমি আমায় রেখে একা
আজও রয়ে গেলাম
আমি তোমারি আশায়। - বৃষ্টির মাঝে দুজনে আছি একই ছাতার নিচে
মেঘের গর্জন গুলো কানে এসে পৌঁছায়
দুজনের সাথে থাকতে এ মন আরো চায়। - আকাশটা সবসময় মেঘে ঢাকা থাকবে না
তেমন জীবনটা সবসময় একই থাকবে না
একটা সময় পরিবর্তন হবেই। - ও মেঘ উড়ে যেও না
আমার প্রিয়তমর কাছে
আর জানিও দিও
আমি আছি আজও তার পথ চেয়ে। - সকাল থেকে মেঘ জমেছে
আকাশের বুকে পুরনো
অভ্যাস শুনতে শুনতে
কান ধরে গেল তিক্ততায়। - তুমি যে আমার মেঘলা আকাশ
বৃষ্টি ভেজা দিন ও আমার প্রিয়
অল্প কথায় কষ্ট দিলে
ব্যথা যে পায় এই মনে। - মেঘ তুমি তো আকাশে
জমলে বৃষ্টি হয়ে ঝরে পড়ো
আর মনের ভিতর জমলে
কেউতো দেখেনা একাই কান্না
হয়ে ঝরে পড়ো আমার হৃদয়ের মাঝে।
মেঘলা আকাশ নিয়ে ছন্দ
মেঘলা আকাশ নিয়ে সুন্দর সুন্দর ছন্দ গুলো খুঁজে থাকেন অনেকেই। এক্ষেত্রে এমন ব্যক্তিদের আমরা সহযোগিতার জন্য মেঘলা আকাশ নিয়ে তৈরি করেছি সুন্দর সুন্দর ছন্দ পাশাপাশি কিছু ছন্দ অন্যান্য ক্ষেত্রেও থেকে সংগ্রহ করা হয়েছে তবে চেষ্টা করেছি সুন্দর ছন্দ গুলো প্রদান করার জন্য গ্রাম অঞ্চল থেকে অনেকেই এমন সন্দেহ অনুসন্ধান করে আমাদের ওয়েবসাইটে এসে থাকে তাইতো এমন ব্যক্তিদের সহযোগিতার কাজে নিজেকে নিয়োজিত রেখে ছন্দ গুলো খোঁজার কাজে ব্যস্ত থেকেছি দীর্ঘ সময় এবং কিছুসংখ্যক ছন্দ সংগ্রহ করতে সক্ষম হয়েছি সেই অল্প সংখ্যক ছন্দ গুলোর নিচে তুলে ধরা হচ্ছে ।
১. কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেই
সব মেঘেদের মাটির বুকে ঝড়ে পড়তে নেই৷
২. অভিমানী মেঘ, টুকরো আবেগ,
বিকেলবেলায় আঁকছি তোমায়
গল্পগুলো সাথী হলো
হলদে স্মৃতির অবাধ্যতায়।
৩. ঘন কালচে মেঘেকে দেখে ভয়ের কিছু নেই, একটু পরেই তা শান্তির বৃষ্টি হয়ে ঝড়ে পরে৷
৪. ও মেঘ উড়ে যা না, প্রিয়তমার আকাশে
তারপর স্নিগ্ধ বৃষ্টি হয়ে ঝড়ে পড় তার আলতা পায়ে।
৫. একান্নটি খন্ড যখন জ্যেৎস্না দিলো জুড়ে
একফালি মেঘ খবর দিয়ে গেলো কোথায় উড়ে
যে সতীরে খুঁজলি রে মন সারা দিবস জুড়ে
সে তোর বুকেতেই রাখলো মাথা নিবিড় আঁধারে৷
৬. আঁচলে মেঘ নিয়ে বসে থাকা অজ্ঞাত আকাশ
আমার ছাদের টব জল ভুলেছে বহুদিন
তোমার স্নিগ্ধতা বুঝি পায়নি অবকাশ।
৭. ক্লান্ত পায়ে হেঁটে এসে দাঁড়াই ছাদের রেলিং এ
উড়ে যায় মেঘ, ছোঁয়না আমায়
ঝড়ে পরে না বৃষ্টি হয়েও, আমাতে বোধহয় মেঘ বৃষ্টিরও অরুচি।
৮. দূর দিগন্তে চেয়ে আছি
নীল আকাশের পানে
মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো
আমার এই ক্লান্ত গায়ে।
৯. চেনা গলিপথে হয় না দেখা আর
মেঘের এখন অন্য পাড়ায় ঘর
চাতক আজও বৃষ্টি ভালোবাসে
রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত হয় স্মৃতির অবসর
১০. চিন্তার কালো মেঘ যতই ঘনিয়ে আসবে মনের আকাশ জুড়ে
বুঝে নিও, সেই বৃষ্টির পরশ নেই বেশি দূরে।
১১. তোমার অপেক্ষাতে চিলেকোঠায় মেঘ জমিয়েছি
একদিন এসে আঁচল পেতে দিও, তুলোর মেঘ বিলিয়ে দেব তোমায়।
১২. শান্তির পরশ নিয়ে আসে যে বৃষ্টির সৃষ্টি করে যে মেঘ
সেই একই মেঘই কি অমন ভয়ানক গর্জন করে!
মেঘলা দিনের কবিতা
মেঘলা দিনের কবিতা গুলো পড়তে পছন্দ করেন সকল ব্যক্তিগণ এ বিষয়ে কবিতা পড়ার জন্য আগ্রহ লক্ষ্য করেছি অনেকের মাঝে তাইতো আমরা আজকের আলোচনায় এ বিষয়ে কিছু ছোট ছোট কবিতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি । চেষ্টা করেছি নতুন কবিতা গুলো সংগ্রহ করার জন্য নিজে কবিতাগুলো প্রদান করছি ।
মেঘলা দিনে ছুঁড়ে দিলাম তোমার মলিন হাসি,
সেই হাসিতে গা ডুবিয়ে একলা আমি ভাসি।
এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
কাছে যাবো, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রন ।
মেঘলা দিন! তুমি কেন রোজ রোজ আসো না? তোমায় দেখার জন্য অপরিমেয় ক্ষণকাল ধরে কেন অপেক্ষা করতে হয়?
এই মেঘলা দিনে মন আমার কেমন কেমন করে,
আলতো ছোয়ায় গাছের পাতা অবাধ হারে ঝরে।
মেঘলা দিন! তুমি এত অভিমানী কেন? একটু কিছু হলে ই বৃষ্টি হয়ে কেন ঝরে পড়?
মেঘলা দিনে থাকি আমি তোমার পথ চেয়ে,
ধন্য আমি, আমি ই যে হায়, ওগো তোমায় পেয়ে।
মেঘলা দিন! আমার একটা আবদার রাখবে? আকাশের ওই পাখিটি কে গিয়ে বলবে- আমাকে তার পিঠে চড়িয়ে নিয়ে আকাশে ঘুরে বেড়াতে?
মেঘলা দিনের বাদলাকাশে তোমায় খুঁজে পাই,
বৃষ্টি হয়ে ঝরো তুমি, তোমায় শুধু চাই।
আজ এত রাগ কেন করছো তুমি, মেঘলা দিন? কেন আজ বৃষ্টির ছটাক থামাতেই চাইছো না?
মেঘলাকাশে মন হারিয়ে তোকে নিয়ে ভাবি,
দূর সীমানার ওই পথে তে আমার সঙ্গে যাবি?
আজ তোমাকে ভীষণ মনে পড়ছে মেঘলা দিন! এই তপ্ত দুপুরে আমার মন তোমাকে না দেখতে পেয়ে হাহাকার জুড়ে দিয়েছে।