শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা | বাছাই করা সেরা Good night in Bangla

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা, প্রিয় পাঠক ভাই-বোন বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে এসেছি এই পোস্টটি গুরুত্বপূর্ণ এই পোস্টটি, এখান থেকে আপনি পাচ্ছেন শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা অর্থাৎ ঘুমানোর জন্য ঘুমানোর পূর্বে কিংবা রাতে বন্ধু বান্ধবী পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে কথা বলা শেষ করে শুভরাত্রি বার্তা প্রেরণ করতে আমাদের ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারেন। শুভ রাত্রি শুভেচ্ছা করার প্রচলন রয়েছে ব্যাপক। আপনজনকে শুভ রাত্রি বলেই কথা শেষ করে আসছে বহুদিন থেকে তবে সাধারণভাবে অনেকেই শুভরাত্রি বলে থাকেন আবার অনেকেই শুভেচ্ছা বাত্রা কথা রাখবে সুন্দরভাবে শুভেচ্ছা বার্তা লিখে থাকেন।
সুতরাং যারা সুন্দরভাবে শুভরাত্রি বাত্রা লিখতে সক্ষম তাদের প্রিয় মানুষটি অবশ্যই তার এই মাত্রায় মুগ্ধ হয়ে যায় এক্ষেত্রে আমরা সুন্দর কিছু বাত্রা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। সুতরাং আপনারা যারা এই ধরনের তথ্য অনুসন্ধান করেছেন এবং তা সংগ্রহের জন্য নির্ধারণ করেছে আমাদের ওয়েবসাইট তারা অবশ্যই উপকৃত হবেন আপনাদের সহযোগিতার জন্য আমরা এই পোস্টটি নিয়ে এসেছি আশা করছি আপনারা উপকৃত হবেন আমাদের সাথে থাকুন আপনাদের সুন্দর ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতা প্রচেষ্টায় আজকের পোস্টটি।
শুভ রাত্রি বাত্রা
আমরা অনেক সময় রাতে অনেকের সাথে কথা বলে থাকি সেটি হতে পারে মোবাইল ফোন করলে কিংবা ফোন এসএমএস কিংবা অনলাইন এসএমএস এর মাধ্যমে। এমন কথা বলা শেষে রাতে ঘুমানোর জন্য বলার পূর্বে শুভরাত্রি বার্তাটি প্রদান করা হয়ে থাকে। তবে সাধারণভাবে শুভরাত্রি বলার থেকে একটু আলাদাভাবে শুভরাত্রি বললে বিষয়টা খুবই সুন্দর লাগে। তবে অনেকেই রয়েছেন যারা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন না এমন ব্যক্তিগণ কিভাবে শুভরাত্রি পাত্রটি লিখবেন এই বিষয়ে ধারণা নেয়ার জন্য অনলাইনে অনুসন্ধান করেন। তবে আমরা শুধুমাত্র ধারণা নয় সুন্দর ও আকর্ষণীয় কিছু শুভরাত্রি বাত্রা এখানে পেরন করব যা আপনারা ব্যবহার করতে পারেন। বাত্রা গুলো নিচে প্রদান করা হচ্ছে।
আমি মেঘ তুমি আকাশ,
আমি ফুল তুমি সুভাস,
আমি কবি তুমি তুমি কবিতা,
আমি সূর তুমি গান,
আমি দিন তুমি রবি,
আমি রাত তুমি চাঁদ ।
শুভ রাত্রি
এই আঁধারে মায়া বাড়ে
পারো যদি করো ক্ষমা
আশা রাখি দেখা হবে
শুভরাত্রি প্রিয়তমা.
চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঁঝিঁ পোকারাও চুপ,
আমি তোমায় এখনো বন্ধু মিস করছি খুব,
রাতের আঁধার ঘন কালো, এবার প্রিয়া ঘুমাতে চল ।
শুভ রাত্রি
দিপ নিভলো রাত্রি হলো আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাসচে দেখো বলচো কি গো ভালো,
রাত তো দেখি অনেক হলো যাও গো সুতে যাও,
এসেছি আমি পাহারা দিতে নিশ্চিন্তে ঘুমাও ।
শুভ রাত্রি
মিষ্টি তারা মুছকি হাসে,
জোনাকিরা উড়ছে গাছে,
চাঁদ মামা ঝিমিয়ে আলো,
বলছে তোমায় চোখ টা মেলো,
না ঘুমালে ঘুমের পরি,
স্বপ্ন তোমার করবে চুরি ।
শুভ রাত্রি
অন্ধকার এই রাতে, ঝোনাকির সাথে
এক ঝুড়ি সুখ পাঠিয়ে দিলাম
তোমার জানালার কাছে আর
ঝোনাকির ডানায় লিখে দিলাম
<<<< শুভ রাত্রি >>>>
রাত জাগা পাখি হয়ে যার কথা ভাবি,
এই মনে একা একা তার ছবি আঁকি ,
জোস্নার নীল আলো তার চোখে ভাসে,
বন্ধু হয়ে থেকো তুমি চিরদিন পাশে ।
<<<< শুভ রাত্রি >>>>
ছোট ছোট স্বপ্ন দেখো মনের মানুষ নিয়ে,
রাতের আকাশে ভেসে যেও খুশীর গান গেয়ে,
যে তারাটা দেখবে তুমি সব চাইতে ব্রাইট,
আমার হয়ে সে তোমাকে বলবে গুড নাইট ।
ছোট ছোট স্বপ্ন দেখো মনের মানুষ নিয়ে,
রাতের আকাশে ভেসে যেও খুশীর গান গেয়ে,
যে তারাটা দেখবে তুমি সব চাইতে ব্রাইট,
আমার হয়ে সে তোমাকে বলবে গুড নাইট ।
রাত মানে গভির নেসায় স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা ,
রাত মানে চোখটি বুজে সৃতির দোকান খোলা,
রাত মানে তোমাকে আমার শুভ রাত্রি বলা ।
কোন ব্যাপার না আকাশ নীল বা কালো,
কোন ব্যাপার না আঁধার থাক বা আলো,
কোন ব্যাপার না দিনটা আমার কেমন গেলো,
শুধু বন্ধু তুমি থেকো ভালো ,
শুভ রাত্রি
শুভরাত্রি রোমান্টিক মেসেজ
নিজের আপন জন কে শুভ রাত্রি এসএমএস রোমান্টিক ভাবে প্রদান করলে কেমন হবে ? এ ক্ষেত্রে বিষয়টি মন্দ নয় তবে আপনারা যারা শুভরাত্রি মেসেজটি রোমান্টিক ভাবে লিখতে সক্ষম নয় এই বিষয়ে ধারণা পাওয়ার জন্য অনলাইনে এসেছেন এক্ষেত্রে আমরা এখানে শুভরাত্রি রোমান্টিক কিছু মেসেজ প্রদান করব যা আপনার ব্যবহার করতে পারেন আপনার প্রিয় মানুষটির ক্ষেত্রে। আপনার মনের মানুষ রোমান্টিক এসএমএস পেয়ে খুবই আনন্দিত হবেন আপনার প্রতি আকৃষ্ট হবেন এ বিষয়টি শুনেছেন। সুতরাং আপনি চাইলে এখান থেকে রোমান্টিক-মেসেজ নিয়ে আপনার মনের মানুষটিকে প্রেরণ করতে পারেন।
১) কিছু মানুষ ভালোবাসে , কিছু মানুষ স্বপ্ন
বাধে । কিছু মানুষ আধার রাতে , চাঁদের
সাথে কথা বলে । কিছু মানুষ দুঃখ পোষে,
কিছু মানুষ কষ্ট খোঁজে । কিছু মানুষ জোছনা
রাতে, একাকী হয়ে চোখের জল ফেলে ।
— শুভ রাত্রি —
২) পাগলী আমার ঘুমিয়ে পড়েছে !
মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে
দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো ?
৩) দেখা হয়নি হবে না কভু,
জতদিন বেঁছে থাকি তুমি স্বপ্ন হয়ে রবে !
দুঃখের মাঝামাঝি নির্ঘুম রাতে ।
*** শুভরাত্রি ***
৪) মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি
তোমাদের কে জানাই
” শুভরাত্রি ”
৫) রাতে এক লোক কে মসা কামড়াচ্ছে,
লোকটা বিষ খেয়ে বললো-
রক্তে বিষ মিশে গেছে, এবার কামড়া,
তুমি কিন্তু এটা করো না ।
“গুড নাইট”
৬) যদি চাদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা,
তোমার বাড়ি যদি হতো কাছে-
আমি রোজ বলতে আসতাম একটা কথা ।
“গুড নাইট”
৭) নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাক পোকার সাথে।
দেখছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত
“গুড নাইট’
৮ ) রাত শুধু আঁধার ৯, একটু খানি আলো।
রাত শুধু খারাপ ৯, স্বপ্ন গুলো ভালো।
তাই ঘুমিয়ে পড় ,ভাল থেকো।
“শুভ রাত্রী”
৯) যোনাকি হল রাতের বাতি ।
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
মন হল মায়াবী পাখি।
বন্ধু নাকি সুখ দুঃখের সাথী।
তাই জানাই তোমাদের
” শুভ রাত্রী”
১০) রাতের গায়ে তারার বাড়ি,
চাঁদটা ছিলো আমার ঘুড়ি,
গল্প শুনি ঠাকুমার কাছে,
ভুতের বাড়ি তেতুল গাছে,
ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,
স্বপ্ন দেখি দুচোখ ভরি ,
“শুভ রাত্রি”
১১) সন্ধ্যা তোমার লালচে আকাশ,
মনের ভুলের রাতে।
না ঘুমোনো তারা কিছু,
জাগবে তোমার সাথে ।
“”শুভ রাত্রি””
Good night in Bangla
“নাই বা মনে করলে আমায়,
নাই বা নিলে খোঁজ,
শুভ রাত্রিটা তবুও আমি,
দিয়ে যাবাে রােজ”
“জ্যোৎস্না ভরা চাঁদের আলো,
বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো,
ঘুম আমায় জানিয়ে দিলো।
❦~শুভ রাত্রি~❦”
“রাতের গায়ে তারার বাড়ি,
চাঁদটা ছিলাে আমার ঘুড়ি,
গল্প শুনি ঠাকুমার কাছে,
ভুতের বাড়ি তেতুল গাছে,
ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,
স্বপ্ন দেখি দুচোখ ভরে”
“চলাে যাই ঘুমের দেশে,
সুন্দর একটা ঘুমের সাথে,
মিষ্টি কিছু স্বপ্ন আসুক দুচোখ জুড়ে।
❦~শুভ রাত্রি~❦”
“নিরব রাতের তারার হাসি
মিষ্টি হাওয়া বাজায় বাঁশি
চাদের আলাে ঝিলমিলিয়ে
আসছে নিশি খিলখিলিয়ে
ইচ্ছে আমার দিলাম লিখে
স্বপ্ন আসুক তােমার চোখে”
শুভরাত্রি পিকচার, ছবি ও পিক ডাউনলোড
অনেকেই বাধা পেরিয়ে পিকচার এর মাধ্যমে শুভরাত্রি জানিয়ে থাকেন অপরকে। এক্ষেত্রে আমরা এই পোস্টটিতে শুভরাত্রি কিছু নতুন ও আকর্ষণীয় পিকচার নিয়ে উপস্থিত হয়েছি যা নতুনভাবে তৈরি করা হয়েছে। সুতরাং আপনি চাইলে আমাদের এই ওয়েবসাইট থেকে সুন্দর শুভরাত্রি পিকচার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনীয় ক্ষেত্রে। আপনাদের সহযোগিতার লক্ষ্যে আমরা এই পিকচার গুলো নিয়ে উপস্থিত হয়েছি এখানে। ব্যক্তিগতভাবে এই পিকচার গুলো ব্যবহার করা হয়ে থাকে এছাড়া অনেকেই সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুদের এক সাথে শুভরাত্রি জানানোর জন্য স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারেন এমন পিকচার। সুতরাং আকর্ষণীয় এই পিকচার গুলো তুলে ধরা হয়েছে নিচে।




