এই অবেলায় লিরিক্স। এই অবেলায় গানের বাংলা লিরিক্স
এই অবেলায় লিরিক্স। এই অবেলায় গানের বাংলা লিরিক্স: বাংলার জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি হচ্ছে এটি। সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই গান সকলের মুখোমুখি একসময় শোনা যেত এই অবলায় গানটি। গানটির কথাগুলো অসম্ভব সুন্দর মূলত এর উপর ভিত্তি করেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। গানটির লেখক সুরকার সহ গানটির সাথে সম্পর্কিত সকল ব্যক্তির বিষয় সম্পর্কে আপনাদের জানাবো পাশাপাশি গানটিতে যে শুরু করা হয়েছে সুরকার অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য খুব সুন্দর সুরের মাধ্যমে গানটি সম্পন্ন করা হয়েছে । কন্ঠে অবশ্যই প্রাধান্য প্রদানের বিষয় রয়েছে আমরা বেশ কিছু শিল্পীর কন্ঠে এই গানটি শুনেছি তবে অফিসিয়াল গানটি অসম্ভব সুন্দর মূলত এটি জনপ্রিয়তা পেয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নিউজ পেপার পত্রিকা এই গানটির প্রশংসা লক্ষ্য করেছি আমরা। অনেক জনপ্রিয় এই গানটির কথা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে অনেকেই অনলাইনে আসেন তাই তো আমরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনাদেরকে এই গানের কথা জানিয়ে সহযোগিতা করব। মূলত এই অবেলায় ভিন্নধর্মী একটি গানের সাথে সম্পর্কিত ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই নিচে থেকে জেনে নিন এই গানটি পরিচালক গীতিকার সুরকারের বিশেষ সম্পর্কে।
Song : Ei Obelay
Band : Shironamhin
Singer : Sheikh Ishtiaque
Tune : kazy Ahmad Shafin
Lyrics : Ziaur Rahman
Sound engineer : Shafiqul Islam
Direction : Mir Shariful Karim Srabon
DOP : Saqeeb Niloy
Editing & Color Grading : Mostafa Prokash
Band Members: Ziaur Rahman, Kazy Ahmad Shafin, Diat khan
Symon Chowdhury
এই অবেলায় লিরিক্স
যেহেতু গানটির গতি অনেক বেশি এক্ষেত্রে গানটির লিরিক্স অনেক বড় তাই অনেকেই গানটি মনে রাখার উদ্দেশ্যে লিরিক সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। মূলত তাদের জন্যই আমরা নিয়ে এসেছি এই অবেলায় গানটির লিরিক্স। গানটি লিরিক্স সম্পর্কে জানার উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রতিদিন অনলাইন অনুসন্ধান করেন। তাদের সহযোগিতায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে গানটির কথা নিয়ে এসেছি এবং পূর্বের তথ্যের উপর ভিত্তি করে জানতে পেরেছেন গানটির সাথে সম্পর্কিত ব্যক্তিদের সম্পর্কে।
এই অবেলায় গানের বাংলা লিরিক্স
আপনি কি এই অবেলায় গানটির বাংলা লিংক সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছেন। তাহলে এখান থেকে জেনে নিন। অসম্ভব সুন্দর একটি গান আশা করছি লিরিক সম্পর্কে জেনে আপনার ভালো লাগবে সুন্দর একটি লিরিক সুন্দরভাবে উপস্থাপন করছি নিচে।
এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।
ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।