হিন্দুদের দেবী দূর্গার (পার্বতী) 65টি নাম কন্যা-সন্তানদের জন্য
হিন্দু সাম্প্রদায়ের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণের পরবর্তী সময়ে অনেকেই চেয়ে থাকেন দেবী দুর্গার নাম গুলোর মধ্য থেকে নিজের সন্তানের রাখবেন এক্ষেত্রে নাম সংগ্রহ করার উদ্দেশ্যে অনলাইন অনুসন্ধান করে থাকেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়েব সাইটে। প্রতিদিন অসংখ্য হিন্দু সম্প্রদায়ের মানুষ অনলাইনে কন্যা সন্তানের নাম সম্পর্কে অনুসন্ধান করেন তবে খুব কম সংখ্যক ব্যক্তি রয়েছেন যারা দেবী দুর্গার নাম গুলো অনুসন্ধান করেন এবং সেখান থেকে নাম নির্বাচন করে নিজের সন্তানের জন্য রাখার আকান্দা করেন।
আপনারা যারা এমন স্ত্রী পোষণ করেছেন তাদের সকলকে স্বাগতম জানিয়ে নাম প্রদান করব আমাদের এই আলোচনা। অর্থাৎ নাম সম্পর্কিত আজকের আলোচনার মাধ্যমে হিন্দুদের দেবী দুর্গার ৬৫ টি নাম জেনে নিতে পারবেন যেগুলো কন্যা সন্তানের নাম হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি। আশা করছি আমাদের আলোচনা থেকে নাম সম্পর্কিত বিষয় সম্পর্কে জেনে উপকৃত হতে পারবেন।
দেবী দুর্গার দ্বারা অনুপ্রাণিত শিশু কন্যার নাম
নাম সংগ্রহ করার উদ্দেশ্যে অনেক বাবা মা অনলাইনে অনুসন্ধান করেন। নাম নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকেন অনেকেই অনেক বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে থাকেন তবে অনেক ভাই ও বোন রয়েছে যারা চেয়ে থাকে দেবী দুর্গার দ্বারা অনুপ্রাণিত নাম গুলো নিজের সন্তানের উদ্দেশ্যে রাখবেন তাদের জন্য প্রদান করছি আমরা। আপনারা হয়তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন দেবী দুর্গার প্রায় 108 টি নাম রয়েছে। সেখান থেকে কিছু নাম নির্বাচন করে আপনাদের মাঝে তুলে ধরব যেখানে নামের পাশাপাশি অর্থ উল্লেখ করা হয়েছে সুতরাং নাম সম্পর্কিত বিষয়ে সম্পর্কে জানার পাশাপাশি অর্থের বিষয় সম্পর্কে জেনে উপস্থিত হতে পারবেন।
নাম |
অর্থ |
আদ্যা |
প্রথম,কদ্দিশের নাম,পৃথিবী |
আর্যা |
এটি অত্যন্ত মঙ্গলজনক একটি নাম যা দেবী দূর্গার কল্যাণময়ী রূপকেই প্রকাশ করে। |
ঐশানি |
শক্তির প্রতীক,এটি দেবী দূর্গার অপর আরেকটি নাম। |
অনিকা |
দেবী দূর্গার আর এক নাম যা মূর্ত করে দেবীর অনুগ্রহ,প্রতিভা এবং সৌন্দর্য্য। |
বরুণি |
দেবী দূর্গার অন্য একটি মেয়েদের নাম বরুণি |
ভার্গভী |
এটি দেবী দূর্গার সবথেকে বেশী সুন্দর এবং কমনীয় রূপ |
ভবানি |
দেবী পার্বতী, ভব বা ভগবান শিব এর স্ত্রী। |
ভাব্য |
এটির অর্থ হল দেবী পার্বতীর ন্যায় সুন্দর এবং পবিত্র। |
চন্দিকা |
চন্দ্র এর ক্ষুদ্র রূপ,চাঁদ,পাচনের দেবী |
চিতি |
ঈশ্বরের উপহার,ভালবাসা, প্রজাপতি, ক্ষুদ্র |
চিত্তরূপা |
যিনি দেবী পার্বতীর ন্যায় সর্বদা চিন্তাশীল |
দক্ষণী |
দেবী দূর্গা যিনি দক্ষ রাজার কন্যা সেই জন্য তাকে দক্ষণী নামেও অভিহিত করা হয় |
দেবাশী |
দেবতাদের প্রধান,দেবী |
এশা |
দেবী দুর্গার পবিত্র রূপ, |
গৌরি |
গৌরি অর্থ হল দেবী দূর্গার মত সুন্দর |
গায়েত্রী |
সারা ভারতে প্রচলিত দেবী পার্বতীর জনপ্রিয় একটি নাম,এটি সকল বেদের মাতা এবং পরিত্রাণের স্তোত্রপাঠ |
হিমানি |
হিমালয়ের হিমবাহের মত সুন্দর,দেবী পার্বতীর অন্য নাম |
ঈশা |
এর অর্থ হল যিনি সকলকে সুরক্ষা দেন,উচ্চারণ করা এবং লেখা খুব সহজ, এটা দারুন পচ্ছন্দের নাম আপনার ছোট্ট মেয়েটির জন্য। |
ইশি |
দেবী দূর্গাকেই বোঝায়। |
জয়া |
দেবী দূর্গার অপর নাম যার অর্থ হল বিজয় |
জয়াললিতা |
যিনি জয় করবার জন্যে জন্মেছেন, দেবী দূর্গার অপর নাম। |
কামাক্ষ্যা |
সকল ইচ্ছা পূরণ করেন যিনি, আকাঙ্খা প্রদায়িণী |
কৈশরী |
দেবী পার্বতী যিনি কিশোরের সঙ্গী। |
কালাকা |
দেবী দূর্গার সমার্থক শব্দ,এর মানে হল চোখের তারারন্ধ্র। |
কলাবতি |
এর মানে হল যিনি দেবী দূর্গার মতন শিল্পী |
কন্যাকা |
আপনার সুন্দরী কন্যার জন্য দেবী দূর্গার এই নামটি রাখতে পারেন যার অর্থ হল অল্পবয়সী এবং কুমারী। |
করলিকা |
যিনি ছিন্ন করেন, ছিন্নকৃত বস্তু |
কাত্যায়নী |
যিনি লাল রঙের বেশ পরিহিতা। |
কৌশিকী |
কৌশিকী হল দেবী দূর্গার সমার্থক শব্দ, এর অপর একটি মানে যিনি রেশমে আবৃতা। |
কিরাতি |
ভগবান শিব এর অপর নাম হল কীরাতেশ্বর।দেবী দূর্গাকে কিরাতি বলে সম্বোধন করা হয়ে থাকে যেহেতু তিনি কীরাতেশ্বরের স্ত্রী। |
ক্রিয়া |
কর্মক্ষমতা, ধর্মীয় বা পবিত্র কর্ম |
কুজা |
পৃথিবীর কন্যা,দিগন্ত,নাটক |
মহাগৌরী |
এই নামটি দেবী দূর্গার সর্বোচ্চ গুণাবলীকেই নির্দেশ করে। |
মহামায়া |
হিন্দু সংস্কৃতির ধর্মীয় পরিভাষা অনুযায়ী,আমাদের অস্তিত্বকে একটি মায়া হিসাবেই মনে করা হয়।এই নামটি সেই মায়াকেই নির্দেশ করে এবং দেবী দূর্গার বর্ণনা করতে ব্যবহার করা হয়। |
মহাশ্বেতা |
এই নামটি দেবী দূর্গার শক্তিকে সূচিত করে। |
নিরাঞ্জনা |
এটি দেবী দূর্গাকে নির্দেশ করে।এছাড়াও এই নামের অন্য অর্থ হল নদী এবং পূর্ণিমার রাত্রি। |
নিত্যা |
এটির অর্থ হল যিনি অমর এবং চিরস্থায়ী। |
প্রগল্ভা |
এটি একটু অনন্য প্রকৃতির নাম সংস্কৃত ভাষায় যার অর্থ বোঝায় দেবী দূর্গার শক্তি এবং ক্ষমতা। |
পুরলা |
এই নামটি হল দেবী দূর্গার প্রতিশব্দ এবং তাঁর সাহসিকতা এবং আনুগত্যের একটি প্রতিফলন।এছাড়াও আরেকটি অর্থ হল সকল নগরদুর্গ সুরক্ষাদায়িণী দেবী। |
রত্নপ্রিয়া |
রত্ন যাকে ভালোবাসে সর্বদা অলংকার দ্বারা সুশোভিতা |
রিমা |
এই নামটি দেবী দূর্গার শক্তি অবতারের প্রতিনিধিত্য করে।এটির আরেকটি অর্থ হল সাদা হরিণ বিশেষ |
সাধবি |
ধার্মিক, নম্র, সহজ, অনুগত |
সংস্কারী |
ভাল নৈতিকতা এবং নৈতিক মূল্যবোধ |
সন্তাতি |
এই নামের মানে হল যিনি ইচ্ছে পূরণ করেন। |
সর্বাণি |
এই নামটি বাঙালী পরিবারের মধ্যে ভীষণভাবে জনপ্রিয় এবং এটি দেবী দূর্গার অপর আরেকটি নাম। |
সরিতা |
এটি দেবী দুর্গার আরেকটি সমার্থক, এবং এটি নদীর প্রতীক। |
সর্ভানি |
দেবী দূর্গা হলেন নারীত্বের সংক্ষিপ্তসার,এবং তাঁর উপস্থিতি কৃপা এবং শান্তি নিয়ে আসে।সর্বাণি নামটি হল আবার দেবী দূর্গার অপর আরেকটি নাম যার অর্থ হল সার্বজনীন। |
সাত্ত্বিকি |
দেবী দূর্গা সততা এবং শুদ্ধতার প্রতীক।সাত্ত্বিকি শুদ্ধতাকেই নির্দেশ করে। |
সত্যা |
সত্য,প্রকৃত,সংস্কৃত |
সৌম্যা |
এটি দক্ষিণ ভারতে বহুল প্রচলিত একটি নাম,এটি দেবী দূর্গাকে সূচিত করে। |
সম্ভাবী |
এটি আবার দেবী পার্বতীর রূপে শম্ভুর স্ত্রীর নাম। |
শারিকা |
সঙ্গিণী,অংশগ্রহণ কারিণী, মেয়ে |
শিবাণি |
ভগবান শিবের স্ত্রীকে বোঝায়,দেবী পার্বতী। |
শীলা |
যিনি পর্বতশৃঙ্গে বসবাস করেন,দেবী |
স্তুতি |
এটির মানে হল দেবী দূর্গার গুণগান করা। |
সুন্দরী |
যিনি ভীষণ সুন্দর। |
তন্বি |
এটি দেবী দূর্গার আরেকটি নাম,এর অর্থ হল সুন্দর। |
তরিণী |
যিনি মুক্ত,পরিত্রাতা |
তোশাণি |
এই নামটি দেবী দূর্গার মহামাণ্বিত রূপকে চিহ্নিত করে। |
ত্ররিতি |
সংস্কৃত ভাষায়, এই নামটি দেবী দুর্গার মত কার্যকর, দ্রুত এবং চিত্তাকর্ষক নারীকে বোঝায়। |
ত্রিনেত্রা |
হিন্দু পুরাণ মতে দেবী দূর্গার তিনটি চোখ আছে অর্থাৎ ত্রিনেত্রা বা ত্রি–নয়না। |
ত্বরিতা |
এটি দেবী দূর্গার একটি অনন্য নাম যা শক্তির প্রতিরূপ। |
উমা |
এটি সারা ভারতবর্ষ জুড়ে ভীষন জনপ্রিয় একটি নাম। সহজে উচ্চারণ করা যায় ও লেখা যায়,এছারাও এটির একটি সুন্দর অর্থ আছে। উমা নামটি নির্দেশ করে শাশ্বত জ্ঞান, মহিমান্বিত, খ্যাতি এবং শান্তি। |
বরুনিকা |
বৃষ্টির দেবী |
জয়তি |
এটি আরেকটি অনন্য প্রকৃতির নাম যেটি দেবী দূর্গার সমার্থক শব্দ। |
শুধুমাত্র শয়তানের নাম রাখার ক্ষেত্রে দেবী দুর্গার নাম জানতে এসেছেন হয়তো আপনি। তবে ধর্ম সম্পর্কিত বিষয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য হলেও দেবী দুর্গার নাম গুলো সম্পর্কে জানা উচিত তাই যারা নাম নির্বাচন করতে ব্যর্থ তারা নিজেরা জানার উদ্দেশ্যে হলেও এখান থেকে নাম গুলোর বিষয় সম্পর্কে জানুন। পাশাপাশি আপনাদের অন্য ভাইদের দেবী দুর্গার নাম সম্পর্কে জানার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আমাদের আলোচনাটি শেয়ার করুন।