কম দামে সেরা কিছু মোবাইল ফোন
কম দামে সেরা কিছু মোবাইল ফোন নিয়ে উপস্থিত হয়েছি আমরা। আপনারা যারা মোবাইল কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ এর কারণ আমরা বেশ কিছু কোম্পানির কম দামের সেরা ফোন গুলো নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ এই পোষ্ট সম্পর্কে বিস্তারিত জানুন। এর কারণ আমরা এখানে বেশ কিছু মোবাইল ফোন নিয়ে আলোচনা করব এর মাধ্যমে আপনি জানতে পারবেন কম দামে সেরা ফোন কোনটি হতে চলেছে সুতরাং যারা মোবাইল কেনার কথা ভাবছেন টেকনোলজি বিষয়ক পোস্ট গুলো পড়তে আগ্রহী তারা আমাদের সাথে থেকে এ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন।
অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন কমদামের কিছু ভালো মোবাইল সম্পর্কে জানার জন্য। অনেক সময় মোবাইল কোম্পানিগুলো কম দামে সেরা কিছু অফার করে থাকেন। তেমনি কিছু নির্ধারিত নির্বাচিত স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এখানে সেইসাথে মোবাইল ফোনের দাম সহ যাবতীয় তথ্য প্রদান করা হবে। সুতরাং যারা মোবাইল ফোন কার কথা ভাবছেন তবে কম বাজেটের মধ্যে ভালো একটি ফোন কেনার ইচ্ছা রয়েছে তাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এই পোস্টটি।
কম দামে সেরা মোবাইল ফোন
বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা কম বাজেটে মোবাইল ফোন দিয়ে থাকেন। তবে এই সকল মোবাইলফোন ক্রয়ের জন্য অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না এর কারণ মোবাইল ফোন গুলো কেমন হবে এত মোবাইল কোম্পানির মধ্যে থেকে কোন মোবাইলটি নিজের জন্য পছন্দ করবেন এই বিষয় সর্ম্পকে চিন্তিত। তাইতো আমরা কয়েকটি কম দামের স্মার্টফোন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এবং এই স্মার্টফোন সম্পর্কিত সকল তথ্য তুলে ধরা হবে এখানে যার মাধ্যমে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার জন্য কোন স্মার্ট ফোনটি ভালো হবে অর্থাৎ কম দামের কোন স্মার্টফোন সেরা কিছু অফার করছে।
যেহেতু কম মূল্যে স্মার্টফোনগুলো বাজারে এসেছে। এক্ষেত্রে এই মোবাইল গুলো ভাল কিছু অফার করবে না এই চিন্তা সম্পূর্ণ ভুল । বরং রেগুলার ব্যবহারকারীদের জন্য দারুন কিছু অফার করে থাকে এই ফোন গুলো। স্মার্ট ফোন গুগলের সব বিষয়ে ভালো হবে তা নয় তবে আপনার প্রয়োজনীয় ক্ষেত্রে এটি ভালো নির্ধারণ করলেই মোবাইল ফোন ক্রয় করতে সক্ষম হবেন আপনি । তাই সমস্ত বিষয় সম্পর্কে জানার পর মোবাইল ফোন কেনার জন্য নির্ধারণ করতে হবে।
1.Samsung A03 core মূল্য 9690 টাকা।
- অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম।
- 5000 এমএইচ ব্যাটারি।
- পিছনে 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
- 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে।
- 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
2.Symphony Z22 মূল্য 8190 টাকা
- 6.5 ইঞ্চি ডিসপ্লে।
- 4000 mah ব্যাটারি।
- 2 জিবি রেম, 32 জিবি রম।
- রেয়ার 13+2 এবং ফ্রন্ট 5 মেগাপিক্সেল ক্যামেরা।
- অ্যান্ড্রয়েড 11 ।
- ফিঙ্গারপ্রিন্ট, ফেসলক।
3.Techno Spark go 2022 মূল্য 9990 টাকা
- অ্যান্ড্রয়েড 11
- রেয়ার 13+al মেগাপিক্সেল দুইটি ক্যামেরা, 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা।
- 2gb ram,32gb ram.
- 5000 mah ব্যাটারি।
4. Infinix Smart 5 pro মূল্য 8990 টাকা
- অ্যান্ড্রয়েড 11।
- 13 মেগাপিক্সেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা।
- 2gb ram,32gb rom.
- 6000 mah ব্যাটারি।
5.Itel vision 2s মূল্য 8690
- অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, ফোর এক্স জুম, এআর ইমোজি, লো লাইট ইত্যাদি।
6.Walton primo GH 10 মূল্য 7599 টাকা
- 2 জিবি রেম 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।
- অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম।
- 4000 এমএইচ ব্যাটারি।
- পিছনে 13, 0.3 ও 0.3 মেগাপিক্সেল ক্যামেরা। সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
- 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে।