গন্ধরাজ ফুল নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাস
গন্ধরাজ ফুলের বিষয়ে আমরা সকলেই জেনেছি। গন্ধরাজ ফুল বেশ জনপ্রিয় এর সুন্দর রূপ ও সুন্দর সুভাষ এর কারণে মানুষের মনে জায়গা করে নিয়েছে এই ফুল এই ফুলের সুবাস অনেকেই পছন্দ করে থাকেন অনেক দূর পর্যন্ত এর সুবাস দিয়ে থাকে এক্ষেত্রে অনেকেই বাগানের গন্ধরাজ ফুল রাখতে আগ্রহ প্রকাশ করেন আর আজকের আলোচনার মাধ্যমে আমরা গন্ধরাজ ফুল নিয়ে কিছু ক্যাপশন ও স্ট্যাটাস তুলে ধরব আপনাদের মাঝে। সুতরাং প্রিয় পাঠক বন্ধুগণ আপনারা যারা ফুল সম্পর্কিত বিষয় সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে অনলাইনে এসেছেন তারা অবশ্যই আমাদের আলোচনা সাথে থেকে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন । গন্ধরাজ ফুলকে অনেকেই পছন্দ করে থাকেন তাই তাদের পছন্দের ফুলকে নিয়ে বিভিন্ন ধরনের ক্যাপশন ও স্ট্যাটাস প্রদান করার আগ্রহী হয়ে থাকেন আর এ কারণেই আজকের আলোচনায় এই ক্যাপশন ও স্ট্যাটাস প্রদান করার লক্ষ্য নিয়ে উপস্থিত হয়েছি আমরা।
প্রিয় পাঠক বন্ধু আপনারা যারা গন্ধরাজ ফুলটিকে পছন্দ করেন এই ফুলের বিষয়ে সম্পর্কে অন্যকে জানানোর আগ্রহ রয়েছে এক্ষেত্রে আপনি ক্যাপশন কিংবা স্ট্যাটাস ব্যবহার করতে পারেন যার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের মাঝে এই ফুলের বিষয়ে জানাতে সক্ষম হবেন আপনি। সুতরাং ফুলের বিষয়ে ক্যাপশন ও স্ট্যাটাস গুলো নিজে প্রদান করা থাকবে আপনার পছন্দের স্ট্যাটাস ও ক্যাপশন নির্বাচন করে ব্যবহার করুন ।
গন্ধরাজ ফুল নিয়ে ক্যাপশন
প্রিয় পাঠক আপনি যদি কিনা এই ফুলের বিষয়ে ক্যাপশন খুঁজে আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক ওয়েবসাইটে এসেছেন এই ওয়েবসাইটে এই ভুলের বিষয়ে ক্যাপশন গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এখান থেকে ক্যাপশন অনুসন্ধান করে ব্যবহার করেন এক্ষেত্রে আমরা কিছুদিন পরপরই নতুন ক্যাপশন প্রদান করে থাকি আপনি চাইলে নতুন ও সেরা ক্যাপশনগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন।
১. গন্ধরাজ ছিল বাবা-মায়ের পছন্দের ফুল।
করোনার ছোবলে ছেলেটা আজ এতিম।
কবরের কাছে দুটো গন্ধরাজের চারা আনতেই
ডুকরে কেঁদে উঠল ছেলেটা।
২. চৈত্রের ছাপ, নিদাঘের তাপ, দেহ মনে শাপ লাগে,
আকুল গন্ধ গন্ধরাজের সকাল সন্ধ্যে জাগে।
৩. মাতাল হতে চাই স্নিগ্ধ একাকী রাতে
ফুরফুরে হাওয়ায় ভেসে বেড়ানো
তোমার নিজস্ব গন্ধরাজে…
৪. তোমার বাড়ির পুকুর পাড়ে ছিল একটা গন্ধরাজ ফুল গাছ,
কেউ ফুল ছিঁড়লে তুমি প্রচন্ড রেগে যেতে
কিন্তু আমি প্রতিদিন একটা করে নিয়ে যেতাম
অথচ তোমার চোখে ছিল ফুলের মতো হাসি!
৫. গন্ধরাজ গানের মত সুর তুলতো হাওয়ায় হাওয়ায়
সেই ফুলেছিল মাতাল করা ঘ্রাণ।
ঠিক গন্ধরাজ এর মত তোমার চিরল দাঁতের হাসি,
তোমার ভালোলাগা উড়ত উড়ো চিঠির মত।
৬. তোমার বাড়ির গন্ধরাজ গাছটা কি আর আছে?
আছে কি সেই ফুলের অনিন্দ্য শোভা??
কিংবা তোমার মিষ্টি মধুর হাসি?
সেই কবে থেকে আর গন্ধরাজের ঘ্রাণ পাইনা
দেখিনা তোমার চোখে ফুলের মত হাসি!
৭. আজ দখিনা বাতাসে গন্ধরাজের সবুজ পাতা দোলেনা
আমার সময় গুলো এখনও সেখানেই থমকে আছে।
তুমিও চলে গেছো সেই গন্ধরাজ ফুলের মতো
নিরবে নিভৃতে দুচোখের অভিমানী অশ্রু বিসর্জন করে।
৮. বাড়ির আঙিনায় ফুটেছে নীলমণি লতা ও গন্ধরাজ ফুল
সৌরভ সুষমান্বিত মহিমায় মহিমান্বিত সমুজ্জ্বল বিলকুল।
৯. গন্ধরাজ
ফুল শুঁকে ফুল দেখে হবিনে ব্যাকুল
ফুল ভালোবেসে আমি করেছি যে ভুল
প্রভাতে ফোটে ফুল, সাঁঝে যায় ঝরে
মাঝখানে মিছেমিছি আমি যাই মরে!
১০. তুমি আসবে বলে বাসন্তী ফুল এনেছিনু মোর নীড়ে,
গোলাপ, বকুল, হাসনাহেনা, গন্ধরাজ ফুল ও বাদ পড়েনি,
তোমাকে বরণ করবো বলে।
গন্ধরাজ ফুল নিয়ে স্ট্যাটাস
খুবই গুণাবলী সম্পূর্ণ একটি ফুল হচ্ছে এটি। যার সুবাস যে কোন ব্যক্তির মন কেড়ে নিতে পারে। দেখতে সুন্দর পাশাপাশি সুন্দর সুবাসের কারণে সকলেই এই ফুলকে পছন্দ করে থাকেন। আর এই সুন্দর ফলটিকে নিয়ে আজকে আমরা কিছু সুন্দর সুন্দর স্ট্যাটাস আপনাদের মাঝে তুলে ধরব ।
১১. লাল,গোলাপি, হলুদ, সাদা কতশত রঙের ফুলের সমাহার এই পৃথিবীতে। সৌন্দর্য্যে কার চেয়ে কে সেরা তা নিয়ে প্রতিযোগিতা। কিন্তু সৌরভ ও মন মাতানো আকুল করা গন্ধে সবচেয়ে এগিয়ে সাদা ফুল।
তেমনই একটি অনিন্দ্যসুন্দর, ঘ্রাণে মাতোয়ারা করা ফুল হলো গন্ধরাজ।
১২. বারান্দায় ফুটেছিল একটি ধবধবে সাদা গন্ধরাজ। পুরো ঘর মাতোয়ারা হয়ে থাকতো তার মনমাতানো সুগন্ধে! যেই আসতো সেই টের পেত তার উপস্থিতি।
১৩। একদিন নিরবে ঝরে পড়লো ফুলটা। কিছুদিন সবার মনে পড়লো তার সেই মন মাতানো ঘ্রাণ। কিন্তু একদিন, সবাই ভুলে গেলো সেই গন্ধরাজের কথা!