জুম্মা মোবারক স্ট্যাটাস ও ফেসবুক ক্যাপশন
প্রিয় পাঠক বন্ধুগণ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের প্রতি আমাদের সালাম আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি আমরা উত্তর পোষ্টের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আরো কিছু ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন। এ বিষয়টি নিয়ে উপস্থিত হওয়ার কারণ শুক্রবার গরিবের হজের দিন এই দিনটি হচ্ছে জুমা মোবারক অর্থাৎ এই দিনে কিছু সংখ্যক মানুষ ফেসবুকে জুম্মা মোবারক স্ট্যাটাস প্রদান করে থাকেন এক্ষেত্রে এই স্ট্যাটাস গুলো অনলাইনে অনুসন্ধান করেন। এ কারণেই মূলত আমরা এখানে স্ট্যাটাসগুলো প্রদান করব।
সুতরাং আপনারা যারা জুম্মা মোবারক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস করবেন কিন্তু স্ট্যাটাসে কি লিখবেন এই বিষয়টি বুঝতে পারছেন না তারা খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে সহযোগিতা নিতে পারেন। এর কারণ বিষয় ভিত্তিক বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে জুম্মা মোবারক সুন্দর কিছু স্ট্যাটাস প্রদান করেছি আমরা।
জুম্মা মোবারক স্ট্যাটাস
গরিবের এই হুয়া যেদিনকে সামনে রেখে অনেকেই স্ট্যাটাস প্রদান করে থাকেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে। যে সকল ভাই ও বোন এই দিনটিতে স্ট্যাটাস প্রদান করেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি তাদের চিন্তা ধারার প্রতি সম্মান প্রদর্শন করছি। এবং এই সকল ভাই ও বোনদের সহযোগিতার জন্য আমরা চেষ্টা করেছি সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু স্ট্যাটাস প্রদান করার। এক্ষেত্রে স্ট্যাটাসগুলোর মধ্যে হাদিস সম্পর্কিত কিছু স্ট্যাটাস প্রদান করা হয়েছে। নিচে সুন্দর স্ট্যাটাস গুলো তুলে ধরা হলো আপনারা অবশ্যই গ্রাম থেকে আপনার পছন্দের স্ট্যাটাসটি বেছে নিতে পারেন।
বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
জুম্মা মোবারক
আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
__(সূরা বাকারা)
জুম্মা মোবারক
সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি.
জুম্মা মোবারক
নামাজ সব সমস্যার সমধান।
নামাজ সব রোগের প্রধান ওষুধ।
নামাজ নিজে পড়ুন।।
অন্যকে পড়ার জন্য তাগিদ দিন।
নামাজই আপনার আসল ইনকাম।
নামাজ বেহেস্তের চাবি।
জুম্মা মোবারক
নিজেকে কখনো
অসুন্দর মনে করবেন না।
কারণ আল্লাহর সৃষ্টি
কখনো অসুন্দর হয় না।
জুম্মা মোবারক
শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
-শুক্রবার মানে গুনাহ
মাফের আর একটা সুযোগ।
জুম্মা মোবারক
আয়াতুল কুরসি।
পড়ে বাড়ি থেকে বের হলে।
৭০হাজার ফেরেশতা চর্তুদিক
থেকে রহ্মা করে।
জুম্মা মোবারক
সূরা ফাতিহায় এতই বরকত যে।
তা নাজিল হওয়ার সময়
শয়তানো কেঁদে-ছিলো।
জুম্মা মোবারক
মায়ের সাথে উচ্চস্বরে-
কথা বলোনা
-কারন ‘ মা ‘
তোমাকে কথা বলা শিখিয়েছেন !
জুম্মা মোবারক
সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ
– যার বেতন হচ্ছে জান্নাত
জুম্মা মোবারক
তুমি জান্নাত চেওনা বরং
তুমি দুনিয়াতে এমন কাজ কর
যেন জান্নাত তোমাকে চায়।
[হযরত আলী (রহঃ)]
জুম্মা মোবারক
কখনো হতাশ হলে
দুই রাকাত নফল নামাজ পড়ে নিও।
হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ ।
জুম্মা মোবারক
যদি তুমি মানো কুরআন
আল্লাহ বাড়িয়ে দিবে
তোমার সম্মান।
জুম্মা মোবারক
জুম্মা মোবারক ফেসবুক ক্যাপশন
অনেকেই রয়েছেন জুম্মা মোবারক সম্পর্কে ফেসবুকে কিছু লিখতে আগ্রহী হয়ে থাকেন। এ ক্ষেত্রে অনেকেই নিজের মত লিখেন আবার অনেকেই রয়েছে অনলাইন থেকে বিভিন্ন হাদিস কিংবা জুমা মোবারক সম্পর্কিত সাদৃশ্যপূর্ণ কিছু ক্যাপশন ব্যবহার করে থাকেন। যাই হোক না কেন গুরুত্বপূর্ণ এই ক্যাপশন গুলো নিচে প্রদান করা হচ্ছে । আশা করছি আমাদের দেওয়া মোবারক ফেসবুক অপশন গুলো আপনাদের ভালো লাগবে। সুতরাং আর দেরি নয় নিচে তুলে ধরা হয়েছে আপনার প্রয়োজনীয় তথ্য।
** শুক্রবার মানে গুনাহ মাফের আরো একটি দিন।
“জুম্মা মোবারক”
** শুক্রবারে মসজিদে আজান হওয়ার সাথে সাথে তোমরা কেনাবেচা বন্ধ করো,
এবং আল্লাহকে স্মরণ করার জন্য ত্বরা করো কারণ এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।
“জুম্মা মোবারক”
** মুসলিম আমার নাম, কুরআন আমার জান।
নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ী।
আল্লাহ্ আমার রব, নবী আমার সব।
ইসলাম আমার ধর্ম, এবাদত আমার কর্ম।
“জুম্মা মোবারক”
** মাটির দেহ নিয়ে বরাই করে লাভ নেই কারণ দুচোখ বন্ধ হলে দেখবেন পাশে কেউ নাই।
যাকে আপনি আপন ভাবেন সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।
“জুম্মা মোবারক”
ভালোবেসে স্ত্রীর হাত ধরলেও
সগিরা গুনাহ মাফ হয়ে যায়।
– হযরত মুহাম্মদ(সাঃ)
“জুম্মা মোবারক”
কাগজ দিয়ে অনেক কিছু
তৈরী করা হয় ।
তার মধ্যে সবচেয়ে উত্তম
আল-কুরআন।
“জুম্মা মোবারক”
চোখে ঘুম নেই? উঠে নামাজ পড়ো।
মনে শান্তি নেই? উঠে নামাজ পড়ো।
একমাত্র নামাজ ই তোমার অন্তরকে প্রশান্তি দিতে পারবে।
———– জুম্মা মোবারক
জুম্মার দিন মসজিদে আজান হওয়ার পর আর ঘরে বসে থেকো না।
পাক-পবিত্র হয়ে হেটে মসজিদে চলে আসো।
———- জুম্মা মোবারক
তুমি চুরি করো, ডাকাতি কর,
আর যাই করো না কেনো তাও নামাজ ছেড়ো না।
———- জুম্মা মোবারক
নতুন আশা,নতুন দিন, আজকে হল জুমার দিন
লাগছে ভাল ছাড়বো ঘর, মসজিদে যাবো ১২ টার পর
আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো।
সকলকে জুম্মা মোবারক
নামাজ পড়ো,
নিশ্চয়ই আল্লাহ তোমায় সঠিক পথ দেখাবে
জুম্মা মোবারক
তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,
যাদের আচার আচরণ সবচেয়ে ভালো
জুম্মা মোবারক