মেঘলা আকাশ নিয়ে স্ট্যাটাস
আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামীনের মেহেরবানীতে আমরা ও অনেক ভালো আছি। পাঠক বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে মেঘলা আকাশ নিয়ে বেশ কিছু স্ট্যাটাস তুলে ধরবো। আমাদের আজকের এই স্ট্যাটাস গুলো আপনি মেঘলা আকাশের দিনে স্ট্যাটাস হিসেবে ফেসবুক আইডি বা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন। এমনকি আপনার মন খারাপের সময় ও এই স্ট্যাটাস গুলো আপনি ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারবেন।
মেঘলা আকাশ আকাশের মন খারাপের অবস্থা। মানুষের যেমন মন খারাপ আছে আকাশের ও তেমনি মন খারাপ আছে। মানুষের মন খারাপ থাকলে মানুষ চুপচাপ হয়ে যায় ঠিক তেমনি আকাশের মন খারাপ হলে আকাশ ও মেঘলা হয়ে যায়। আকাশের মনের অনেক রং আছে আকাশে কখনো ঝলমলে রোদে ভরে যায় আবার কখনো বা সাদা নীলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সজ্জিত হয়ে যায়।এই আকাশেই আবার রাতে হাজারো তারার মেলায় ঝলমলে চাঁদের জোছনা ছড়িয়ে হাসতে থাকে। রাতে আকাশের মন খারাপ হলে আকাশ গাঢ় অন্ধকার ও কালো মেঘের আড়ালে চলে যায়।
মেঘলা আকাশ মানুষের মনকে অস্থির করে তোলে। আকাশ মেঘলা দিনে মানুষের মনের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। মেঘলা আকাশ অনেক মানুষ আছে খুব পছন্দ করে। অনেক সময় এই মেঘলা আকাশ একটি রোমান্টিক পরিবেশ তৈরি করে থাকে। মেঘলা আকাশের দিনে মানুষের একটু বস্ততা কমে যায় তারা চুপচাপ ঘরে বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য কে উপভোগ করতে থাকে।
মেঘলা আকাশ নিয়ে স্ট্যাটাস
অনেকেই আছেন যারা অনলাইনে বা ইন্টারনেটে মেঘলা আকাশের স্ট্যাটাস সম্পর্কে অনুসন্ধান করে যান তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট টি গুরুত্বপূর্ণ। বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য মেঘলা আকাশের বেশ কিছু স্টাটাস তুলে ধরবো। আমাদের আজকের এই স্ট্যাটাস গুলো আপনি মেঘলা আকাশের দিনে স্ট্যাটাস হিসেবে ফেসবুকে ব্যবহার করতে পারবেন। আমাদের আজকের এই পোস্ট থেকে আপনারা মেঘলা আকাশ সম্পর্কে সুস্পষ্ট ভাবে জানতে পারবেন। আমাদের আজকের এই পোস্ট টি অনুসরণ করলে আপনি আকাশের অপরুপ সৌন্দর্য সুন্দর ভাবে নিরুপন করতে পারবেন। নিচে আমাদের আজকের মেঘলা আকাশ নিয়ে স্ট্যাটাস গুলো তুলে দেওয়া হলো:
১. কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেই
সব মেঘেদের মাটির বুকে ঝড়ে পড়তে নেই৷
২. অভিমানী মেঘ, টুকরো আবেগ,
বিকেলবেলায় আঁকছি তোমায়
গল্পগুলো সাথী হলো
হলদে স্মৃতির অবাধ্যতায়।
৩. ঘন কালচে মেঘেকে দেখে ভয়ের কিছু নেই, একটু পরেই তা শান্তির বৃষ্টি হয়ে ঝড়ে পরে৷
৪. ও মেঘ উড়ে যা না, প্রিয়তমার আকাশে
তারপর স্নিগ্ধ বৃষ্টি হয়ে ঝড়ে পড় তার আলতা পায়ে।
৫. একান্নটি খন্ড যখন জ্যেৎস্না দিলো জুড়ে
একফালি মেঘ খবর দিয়ে গেলো কোথায় উড়ে
যে সতীরে খুঁজলি রে মন সারা দিবস জুড়ে
সে তোর বুকেতেই রাখলো মাথা নিবিড় আঁধারে৷
৬. আঁচলে মেঘ নিয়ে বসে থাকা অজ্ঞাত আকাশ
আমার ছাদের টব জল ভুলেছে বহুদিন
তোমার স্নিগ্ধতা বুঝি পায়নি অবকাশ।
৭. ক্লান্ত পায়ে হেঁটে এসে দাঁড়াই ছাদের রেলিং এ
উড়ে যায় মেঘ, ছোঁয়না আমায়
ঝড়ে পরে না বৃষ্টি হয়েও, আমাতে বোধহয় মেঘ বৃষ্টিরও অরুচি।
৮. দূর দিগন্তে চেয়ে আছি
নীল আকাশের পানে
মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো
আমার এই ক্লান্ত গায়ে।
৯. চেনা গলিপথে হয় না দেখা আর
মেঘের এখন অন্য পাড়ায় ঘর
চাতক আজও বৃষ্টি ভালোবাসে
রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত হয় স্মৃতির অবসর
১০. চিন্তার কালো মেঘ যতই ঘনিয়ে আসবে মনের আকাশ জুড়ে
বুঝে নিও, সেই বৃষ্টির পরশ নেই বেশি দূরে।
১১. তোমার অপেক্ষাতে চিলেকোঠায় মেঘ জমিয়েছি
একদিন এসে আঁচল পেতে দিও, তুলোর মেঘ বিলিয়ে দেব তোমায়।
১২. শান্তির পরশ নিয়ে আসে যে বৃষ্টির সৃষ্টি করে যে মেঘ
সেই একই মেঘই কি অমন ভয়ানক গর্জন করে!
১৩. এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
কাছে যাবো, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ!
পাঠক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ