অহংকার নিয়ে উক্তি বাণী স্ট্যাটাস হাদিস ইসলামিক উক্তি

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে অহংকার নিয়ে বেশ কিছু উক্তি এবং অহংকার নিয়ে কিছু কথা তুলে ধরবো। আশা করি আমার লেখা টি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে।

অহংকার হলো মানুষের জীবনের খারাপ অভ্যাস গুলোর মধ্যে অন্যতম একটি অভ্যাস। এটি মানুষের চরিত্র কে কলঙ্কিত করে তোলে। অহংকার মানুষের জীবনকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বর্তমানে পৃথিবীতে অহংকারী মানুষের সংখ্যা দিন দিন যেন বেড়েই চলছে। অনেকে আছেন যারা তাদের সৌন্দর্যের অহংকার করে থাকেন আবার অনেকে তাদের ধন সম্পদ নিয়ে অহংকার করে থাকেন। কিন্তু তাদের হয়তো এটা অজানা যে মানুষের অর্থ সম্পদ প্রাচুর্য সৌন্দর্য চিরকাল থাকে না।

অহংকারী মানুষেরা জীবনে প্রকৃত পক্ষে কখনো সুখী হতে পারেনা। কথায় আছে অহংকার পতনের মূল একদিন না একদিন মানুষের সব অহংকার পতন হবেই হবে। বর্তমানে আমাদের সমাজে অহংকারী মানুষের হিসাব নেই। অহংকার নিয়ে তারা যেন এক প্রতিযোগিতায় নেমে পরেছে। তাদের একটাই লক্ষ্য অহংকার দিয়ে সবার উপরে থাকা। অহংকারী মানুষেরা সবাই কে ঘৃনা করে। আবার অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না।অহংকারের কারণে মানুষ জীবনে অনেক ভুল করে বসে যার মাশুল সারাজীবন দিতে হয়।তাই আমাদের কোনো কিছু নিয়ে অহংকার করা ঠিক নয়।

অহংকার নিয়ে উক্তি

আপনি কি অনলাইনে অহংকার নিয়ে উক্তি খুজছেন তাহলে ঠিক জায়গায় এসেছেন। এখানে আমরা আপনাদের জন্য অহংকার নিয়ে বেশ কিছু উক্তি তুলে ধরবো। যেগুলো পড়লে আপনি অহংকার সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। আমাদের এই উক্তি গুলো আপনার বন্ধু বান্ধব বা পরিচিত জনদের মাঝে শেয়ার করতে পারবেন।নিচে আমাদের অহংকার নিয়ে উক্তি গুলো দেওয়া হলোঃ

১. তিনটি সত্তা মানুষকে ধ্বংস করে দেয়। লোভ, হিংসা ও অহংকার।

   — ইমাম গাজ্জালি (রঃ)

২. বিপদ কেটে গেলে মানুষ অহংকারী ও উৎফুল্ল হয়ে উঠে ।
— সুরা-হুদ, আয়াত ১০

৩. অহংকার হচ্ছে, সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা।

   — সহিহ মুসলিম

৪. যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না ।

— সহিঃ মুসলিম

৫. অহঙ্কারের মতো বড় শত্রু নেই।

    — চাণক্য

৬. লোভী ও অহঙ্কারী মানুষকে বিধাতা সবচেয়ে বেশি ঘৃণা করে।

    — জন রে

৭. যে ব্যক্তি নিজের মনেই নিজেকে বড় বলে জানে, চলার সময় অহংকার করে চলে, সে আল্লাহর সাথে সাক্ষাৎকারে তিনি তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন ।
— বুলুগুল মারাম – ১৬১১

৮. বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর।

    — জাহাবি

৯. কোন কারণ ছাড়াই যে অন্যকে ঘৃণা করে, সে প্রকৃতপক্ষে অহংকারী।

    — মার্শাল

১০. একজন অহংকারী মহিলা সংসারের পুরো কাঠামো বিনষ্ট করে দেয়।

    — পিনিরো

১১. একজন অহংকারী মহিলা গৃহে আগুন লাগাতে পারে।

     — পাবলিয়াস সিয়াস

১২. অহংকার এমন এক আবরণ, যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে।

      — জাহাৰি

১৩. আমি একজন অহংকারীকে যতখানি ঘৃণা করি, একজন দোষীকে ততখানি করি না।

      — হেনরি ব্রান্ড শ

১৪. সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

     — ইমাম গাজ্জালি (রঃ)

১৫. অহংকার জিনিসটা হাতি ঘোড়ার মতো নয়, তাহাকে নিতান্ত অল্প খরচে ও বিনা খোরাকে বেশ মোটা করিয়া পোষা যায়।

  — রবীন্দ্রনাথ ঠাকুর

১৬. আমার জীবনের যেখানে নিশ্চয়তা নাই, তখন কী দিয়ে অহংকার করব?

   — আর্থার গুইটারম্যান

১৭. এক কথায় নিজের বড়ত্ব জাহির করার অর্থ অহংকার।

   — হেনরি ফোর্ড

১৮. চরিত্রের অহংকার সবচেয়ে বড় অহংকার।

    — জেফারসন

১৯. প্রত্যেকটি অহংকারী লোককে দুঃসহ অবস্থার সম্মূখীন হতে হবে।

বন্ধুরা অহংকার মানুষের জীবনে জীবসত্তাকে জাগ্রত করে তোলে। এটি মানুষকে আদর্শ থেকে অনেক দূরে সরে রাখে। অনেক সময় অহংকার মানুষের জীবনের কাল হয়ে দাড়ায়। এটি আমাদের জীবনে ক্ষতি ছাড়া কিছু দিতে পারে না। তাই আমাদের সবার উচিত অহংকার বর্জন করা তাহলে মানব জীবন সুন্দর ও স্বার্থক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *