বাংলালিংক এসএমএস কেনার কোড ২০২৪

বাংলালিংক এসএমএস কেনার কোড। প্রিয় পাঠক বন্ধু, আপনি কি বাংলালিঙ্ক সিম থেকে এসএমএস কিনতে আগ্রহী ? বাংলালিংক সিমে এসএমএস কেনার কোড সম্পর্কে জানার জন্য অনলাইনে অনুসন্ধান করেছেন ? এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তা হচ্ছে আমাদের সাথে থেকে আপনাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।

বাংলালিংক বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তাদের সেবার মাধ্যমে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন। তাদের গ্রাহক সেবায় সন্তুষ্ট সকল ব্যবহারকারী। আজকে আমরা এই সিম কোম্পানিটির একটি বিষয়ের উপর আলোচনা করব। আপনারা অবশ্যই এই বিষয় সর্ম্পকে জানতে পেরেছেন। আমরা আলোচনা করব বাংলালিংক সিমের এসএমএস কেনার কোড সম্পর্কে। সুতরাং আপনারা যারা বাংলালিং সিম ব্যবহার করেন। তাদের এসএমএস কেনার প্রয়োজন হয়ে থাকলে এখান থেকে এই কোড সংগ্রহ করতে পারেন।

বাংলালিংক ৩০ এস এম এস প্যাক ৩ টাকা

এটি খুবই জনপ্রিয় একটি এসএমএস প্যাকেজ। গুরুত্বপূর্ণ কাজে এসএমএস এর ব্যবহার করতে গিয়ে এসএমএস ব্যালেন্স না থাকলে এই প্যাকেজ ক্রয় করতে পারেন। এছাড়াও অনেকেই বিভিন্ন প্রয়োজনে এসএমএস ক্রয় করতে আগ্রহী হয়ে থাকে। তবে রেগুলার প্রয়োজন না থাকায় ছোট প্যাকেজ অনুসন্ধান করে থাকেন। এই সকল গ্রাহকের কথা চিন্তা করে বাঙালিনক কোম্পানিটি নিয়ে এসেছেন এই প্যাকেজটি। এক্ষেত্রে আমরা প্যাকেজটি এক্টিভেট কোড সহ বিস্তারিত সকল তথ্য দিয়ে সহযোগিতা করছি আপনাদের। নিচে তথ্য গুলো উল্লেখ করা হলো।

  • বাংলালিংকের এই অফারটি পেতে ডায়াল করুন *১৬৬*৩৩০#
  • এই প্যাকটির মেয়াদ পাবেন ৩ দিন
  • আপনারা এই প্যাকটি একাধিক বার কিনতে পারেন
  • বাংলালিংকের সকল প্রিপেইড গ্রাহকগন এই অফারটি কিনতে পারবেন।

বাংলালিংক এসএমএস কেনার কোড

বর্তমান সময়ে যোগাযোগের মাধ্যম হিসেবে এসএমএস কে বেছে নিয়ে থাকেন হাজারো মানুষ। এক্ষেত্রে খুব স্বল্প অর্থ ব্যয় যোগাযোগ করা সম্ভব হয়। এছাড়াও এই যোগাযোগ ব্যবস্থা জনপ্রিয়তার অন্যতম কারণ রয়েছে আরো অনেক। আমরা সেই বিষয়গুলো উল্লেখ না করে সরাসরি আপনাদের এসএমএস কেনার বিষয়ে আলোচনা করছি। এসএমএস করার জন্য আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে আপনি কতগুলো এসএমএস কিনবেন। এছাড়াও আপনাকে জানতে হবে এসএমএস প্যাকেজ এর মেয়াদ। অর্থাৎ আপনি কতদিন পর্যন্ত এই এসএমএস গুলো ব্যাবহার করতে পারবেন। এমনকি জানতে হবে কত টাকায় কত এসএমএস। আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য উল্লেখ করে আজকের এই পোস্টটি আমরা নিয়ে এসেছি। আমরা আশা রাখছি আপনার প্রয়োজনীয় সকল তথ্য জানতে পারবেন এখানে।

এস এম এস টাকা BDT অ্যাক্টিভি কোড মেয়াদ
৩০ এস এম এস ৩ টাকা *১৬৬*৩৩০# ৩ দিন
৭০ এস এম এস ৭ টাকা *১৬৬*৭৭০# ৭ দিন
১০০ এস এম এস ৩.৯৯ টাকা *২২২*৮# ১ দিন
২০০ এস এম এস ১৫ টাকা *১৬৬*১৫# ১৫ দিন
৫০০ এস এম এস ৩০ টাকা *১৬৬*৩০৫# ৩০ দিন

 

বাংলালিংক ৫০০ এসএমএস ৩০ দিন

আপনি কি বাংলালিংক সিম থেকে এসএমএস ব্যবহার করেন। এক্ষেত্রে আপনাকে অনেক মেসেজ ও দীর্ঘ দিন মেয়াদ থাকা প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনি বাংলালিনক এর 500 এসএমএস প্যাকেজ ক্রয় করতে পারেন। যেটির ম্যাথ থাকছে 30 দিন অর্থাৎ পুরো এক মাস ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে খরচ করতে হবে 30 টাকা। বিষয়টি সম্পর্কে জানার পর ইচ্ছে থাকলে আমাদের দেওয়া কোডটি ডায়াল করে আপনি প্যাকেজ একটিভ করে নিতে পারেন। বাংলালিংক সিমে 500 এসএমএস কেনার জন্য ডায়াল করতে হবে *১৬৬*৩০৫# । ডায়াল এর পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে প্যাকেজটি এক্টিভেট হয়েছে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *