মাহে রমজানের শুভেচ্ছা ২০২৪
মাহে রমজানের শুভেচ্ছা ২০২৪: প্রথমেই আমাদের পাঠক বন্ধুদের জানাচ্ছি মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আমাদের মাঝে উপস্থিত হতে চলেছে বিশেষ রহমতের এই মাস মুসলিমের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ এই মাস উপলক্ষে অন্যান্য মুসলিম ভাইকে শুভেচ্ছা প্রদান করার বিষয়টি দীর্ঘদিন ধরে চলে আসছে। অনেক মুসলিম ভাই ও বোন রয়েছে যারা মাহে রমজান উপলক্ষে অন্যকে শুভেচ্ছা জানাই রমজানের বিভিন্ন বিষয়ে উল্লেখ করে । এমন শুভেচ্ছা বার্তা গুলোর চাহিদা অনেক বেশি তাইতো আমরা আমাদের আলোচনায় রমজানের শুভেচ্ছা সম্পর্কিত বিষয় সম্পর্কে আপনাদের সুনির্দিষ্ট কিছু তথ্য প্রদান করে সহযোগিতা করব।
প্রিয় মুসলিম ভাই ও বোন আপনি যদি রমজান উপলক্ষে অন্যকে রমজানের বিভিন্ন বিষয় মনে করিয়ে দিতে চান তাহলে আমাদের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করব আজকের এই আলোচনার মাধ্যমে রমাজানের শুভেচ্ছা দিয়ে আপনাদের সহযোগিতা করতে। শুভেচ্ছা বার্তাগুলো থাকবে স্ট্যাটাস রূপে ক্যাপশন ও এসএমএস রূপে। যেহেতু বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার অনেক বেশি। সকলেই ফেসবুক ব্যবহার করেন তাইতো আমরা আমাদের আলোচনার মাধ্যমে আপনাদেরকে স্ট্যাটাসের মাধ্যমে রমজানের শুভেচ্ছা প্রদানের বিষয় জানিয়ে সহযোগিতা করব।
মাহে রমজানের শুভেচ্ছা ২০২৪
বছর ঘুরে আবারো আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশেষ রহমত পূর্ণ রমজান মাস । সৃষ্টিকর্তার অশেষ রহমত আবারো আমরা রমজান মাস পেয়েছি। এটি আমাদের পরম সৌভাগ্য। রমজান মাস উপলক্ষে রমজানের শুভেচ্ছা জানানোর জন্য নতুন নতুন শুভেচ্ছা বার্তা খুঁজে থাকেন কিছু সংখ্যক ব্যক্তি। তাই আজকের আলোচনায় আমরা মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করব আপনাদের মাঝে। আপনারা যারা আপনাদের পরিচিত ব্যক্তিদের এসএমএসের মাধ্যমে মাহে রমজানের শুভেচ্ছা বার্তা জানাতে চান তাদের জন্য মাহে রমজানের শুভেচ্ছা এসএমএস তুলে ধরব।
এর পাশাপাশি অনেকেই মাহে রমজানের স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানানোর আগ্রহ প্রকাশ করে থাকেন তাদের কে মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস প্রদান করব আমরা। এছাড়াও রমজান সম্পর্কিত বিভিন্ন পিকচারের সাথে রমজানের শুভেচ্ছা ক্যাপশন গুলো ব্যবহার করে সুন্দর একটি স্ট্যাটাস প্রদান করার ইচ্ছে প্রকাশ করে থাকেন অসংখ্য ব্যক্তি তাদেরকে এমন কিছু ক্যাপশন দিয়ে সহযোগিতা করা হবে।
“আলহামদুলিল্লাহ্, আবারো রমজান এলো, আল্লাহর কাছে ক্ষমা ও নিয়ামত কামনা করার সময়” – রমজানুল মোবারাক
এই রমজানে মহান “আল্লাহ” আপনার জীবনে সুখ, শান্তি সহ আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন – রমজানুল মোবারক
রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময় – রমজানুল মোবারাক
আযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান,
সেই ধনের বিনিময়ে পাবো রোজাদারের পুরষ্কার, রাইয়্যান!
আল্লাহ্ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..
মাহে রমজান!
এসেছে রমজান, তাই রমজান কে কাজে লাগিয়ে জীবনের সকল গুনাহ যেন মাফ করতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন (আমীন) – সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা
রমজান শুধু না খেয়ে থাকার জন্য নয়, রমজান মানে সকল পাপ কাজ থেকে বিরত থাকা। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা
মাহে রমজানের শুভেচ্ছা এসএমএস
এসএমএস এর মাধ্যমে রমজানের শুভেচ্ছা জানাতে চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এসএমএসগুলো। বর্তমান সময়ে যোগাযোগের ক্ষেত্রে এসএমএস খুবই জনপ্রিয় তাইতো সকল বিষয়ে যোগাযোগের ক্ষেত্রে এসএমএস পদ্ধতি হিসেবে ব্যবহার করেন। তাইতো অনেকেই রমজানের বিষয় সম্পর্কে অন্যকে জানাতে কিংবা শুভেচ্ছা প্রদান করতে রমজানের শুভেচ্ছা এসএমএস গুলো খুজে থাকেন। এক্ষেত্রে আমরা এবারে রমজানকে কেন্দ্র করে নতুন নতুন কিছু শুভেচ্ছা এসএমএস তৈরি করেছি। আশা রাখছি আমাদের আলোচনার সাথে থেকে নতুন নতুন এই শুভেচ্ছা এসএমএস গুলোর মাধ্যমে আপনার পরিচিত ব্যক্তিদের রমজানের শুভেচ্ছা জানাতে সক্ষম হবেন।
১. সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবার প্রতিটি রোজা রাখার তোফিক দান করুন, আমীন।
২. আল্লাহ আমাদের সবগুলো রোজা রাখার এবং দান-সাদকাহ করার তোফিক দান করুন, আমীন।
৩. হে আল্লাহ! তুমি এই পবিত্র মাসের সব রোজা রাখার তৌফিক দান করো এবং আমাদের আমাদের সকল ইবাদত কবুল করে আমাদের সকল পাপ মাফ করে দিন, আমীন।
৪. নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার মাস রমজান মাস, শুভ মাহে রমজান।
৫. এসেছে ইমানকে তাজা রাখার সুবর্ন সুযোগ, রইলো রমজানের শুভেচ্ছা।
৬. দান-সাদকাহ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস এসে গেলো, শুভ রমজান।
৭. গরিব দুঃখীদের কষ্ট বুঝে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস এসে গেলো। শুভ রমজান।
৮. রমজান এমন একটি মাস যখন মহান আল্লাহ পাক কবর আযাব ও বন্ধ করে দেন। শুভ রমজান।
৯. রমজান ধৈর্য্য ধারণ করার মাস, আর ধৈর্য্যশীলরা আল্লাহর নিকট প্রিয়। শুভ রমজান।
১০. মহান আল্লাহর ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ক্ষ্যান্ত হন না। আর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার উত্তম মাস রমজান মাস। শুভ রমজান।
মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস
মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে অনেকেই ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে স্ট্যাটাস প্রদান করে থাকেন। তাদের সহযোগিতা করে আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি মাহে রমজানের ফেসবুক স্ট্যাটাস। এই স্ট্যাটাস গুলোর বিষয় সম্পর্কে অসংখ্য মানুষ অনুসন্ধান করছেন বর্তমান সময়ে। যেহেতু আমাদের দেশে মুসলিমের সংখ্যা অনেক বেশি এটি একটি মুসলিম দেশ তাই এদেশে রমজান সম্পর্কিত বিষয় সম্পর্কে ব্যাপক অনুসন্ধান হয়ে থাকে। বিশেষ রহমত পূর্ণ এই মাসের উপর ভিত্তি করে সুন্দর কিছু শুভেচ্ছা স্ট্যাটাস প্রদান করতে চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস। সমাজের উচ্চপদস্থ ব্যক্তিগণ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো প্রদান করেন তারাও এখান থেকে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করে প্রদান করতে পারেন।
১. পবিত্র রমজান মাসের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা।
২. প্রস্তুতি নিচ্ছেন তো! রমজান কিন্তু এসে গেলো। শুভ রমজান।
৩. আল্লাহর আমাদের সবার রোজা এবং রোজার মাসের সব আমল কবুল করে নিক, আমীন।
৪. রমজান মাস ধৈর্য্যশীলদের জন্য আনন্দের মাস। রমজানের জন্য রইলো শুভ কামনা।
৫. রমজান মাসে বেশি বেশি দু’আ করুন এবং আলাহর কাছ থেকে মাফ চেয়ে নিন। শুভ রমজান।
৬. নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার মাস রমজান মাস, শুভ রমজান।
৭. এসেছে রমজান মাস। ধৈর্য্য ধারণ করার মাস, নিজেকে পাপ কাজ থেকে সংযত রাখার মাস রমজান মাস।
৮. রমজান মাসে আল্লাহ আমাদের হেদায়াত দান করুন, আমীন।
৯. নিজের মনকে ইমানের আলোয় আলোকিত করে নেওয়ার সময় এসে গেছে, শুভ রমজান।
১০. রমজান কাটুক রোজা, বিভিন্ন আমল ও দান-সাদকাহর মাধ্যমে। শুভ রমজান।
মাহে রমজানের শুভেচ্ছা ক্যাপশন
যে সমস্ত মুসলিম ভাই ও বোনেরা এসএমএস স্ট্যাটাসের পাশাপাশি রমজান সম্পর্কিত ক্যাপশন গুলো খুঁজছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনায়। আলোচনার এ পর্যায়ে সুন্দর কিছু ক্যাপশন তুলে ধরে সহযোগিতা করব আমরা। আমাদের মাঝে বিশেষ এই মাসটি উপস্থিত হয়েছে এক্ষেত্রে আমরা আনন্দিত সকলেই এর জন্য শুকরিয়া আদায় করি। আমরা সকলেই যেন রমাজান মাসটি সালাত ও সিয়াম পালনের মধ্য দিয়ে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। সুপ্রিয় মুসলিম ভাই ও বোন নিচে থেকে মাহে রমজানের শুভেচ্ছা ক্যাপশন গুলো সংগ্রহ করুন।
১,২,৩… আসছে রোজার দিন।
৪,৫,৬… রোজা রাখতে কিসের ভয়।
৭,৮,৯… খারাপ কাজ আর নয়।
১০,১১,১২ পাঁচ ওয়াক্ত নামাজ পড়।
বছর ঘুরে আবার এলো,
পবিত্র সেই রোজা।
পাপ পূণ্যের হিসেব করে,
চলবো সঠিক সোজা।
জান্নাতের নেটওয়ার্ক হলো “আল ইসলাম”
সিম কার্ড হলো “ঈমান”
বোনাস হলো “রমযান”
রিচার্জ হলো “নামাজ”
আর আমাদের হেল্পলাইন হল “আল কোরআন”
রমজান এলে যায় গো চলে,
সব ভেদাভেদ দ্বন্দ্ব।
পুণ্য দিয়ে নেয় সাজিয়ে,
পাপের দুয়ার বন্ধ।
এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন,
ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।
মাহে রমজানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন,
যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন।
এসে গেল রোজা….
হালকা করবো মোদের গোনাহের বোঝা…
মোরা যদি করি অনেক পাপ চেয়ে নেব মাফ….
এসো বন্ধু নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পড়ি…