রমজান মাসে প্রয়োজনীয় দোয়া সমূহ
রমজান মাসে প্রয়োজনীয় দোয়া সমূহ: আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম পাঠক ভাই বোন বন্ধুগণ প্রতিটি মানুষের জীবনে রমজান মাস একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মাস। এই মাসে প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম নারী পুরুষ সকল ধরনের ইবাদত বেশি বেশি করে পালন করে থাকে। পবিত্র রমজান মাসে রোজা নামাজ ও পবিত্র কুরআন তেলাওয়াত ছাড়াও বিভিন্ন রকম ছোট ছোট আমল রয়েছে যেগুলোর মাধ্যমে একজন মানুষ মহান আল্লাহ তাআলার কাছ থেকে অসংখ্য সওয়াব অর্জন করে থাকে। রমজান মাসের সকল কার্যক্রম আদায় করার জন্য প্রয়োজনীয় কিছু দোয়ার আমল রয়েছে যেগুলো সম্পর্কে ধারণা রাখা প্রতিটি মুসলিমের কর্তব্য। এজন্যে আমরা নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটে আজকে রমজান মাসের প্রয়োজনীয় দোয়া সমূহ সম্পর্কিত এই পোস্টটি। আজকের এই পোস্টটিতে আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু প্রয়োজনীয় দোয়া তুলে ধরেছি যেগুলো আপনাদের প্রত্যেকের রমজান মাসের ইবাদত বন্দেগী পালন করার জন্য প্রয়োজন রয়েছে। আশা করছি আজকের এই দোয়া সমুহ আপনাদের কাজে লাগবে।
রমজান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। প্রতিবছর সারা বিশ্বের মুসলিমদের জীবনের গুনাহ গুলো ক্ষমা করার জন্য পবিত্র রমজান মাস সুযোগ করে দেয়। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস কেননা এই মাসে অনু পরিমাণ ইবাদত অন্যান্য মাসের পাহাড় পরিমাণ ইবাদতের সমান। মহান আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে প্রতিটি মুসলিমের জন্য রমজান মাসের সিয়াম ফরজ করে দিয়েছেন। আর এই সিয়াম একজন মানুষের দুনিয়া ও আখেরাতে সফলতা লাভে সহায়তা করে থাকে।
কেননা সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষ দুনিয়ার জীবনে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সুখ শান্তি ও সমৃদ্ধি পেয়ে থাকে। এছাড়া মহান আল্লাহ তাআলা রমজান মাসের সিয়াম পালনকারীকে কিয়ামতের দিন নিজ হাতে পুরষ্কৃত করার ঘোষণা দিয়েছেন। একজন মানুষের জীবনের সিয়ামের সামাজিক গুরুত্ব রয়েছে। প্রতিটি মানুষ সিয়াম পালন করার মাধ্যমে ধনী গরিবের সকল বৈষম্য ও ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সিয়াম একজন মানুষকে মানসিকভাবে শিথিল করে থাকে। তাই আমাদের সকলের উচিত পবিত্র রমজান মাসের সিয়াম যথাযথভাবে পালন করা এবং এ মাসে প্রয়োজনীয় দোয়া সমূহ ও অন্যান্য আমল বেশি বেশি করে করা।
রমজান মাসের প্রয়োজনীয় দোয়া সমূহ
পৃথিবীতে প্রতিটি মুসলিমের জীবনে রমজান একটি ইবাদতের মাস। প্রতিবছর রমজান মাসের আগমনের প্রতিটি মুসলিম রমজানের সকল কার্যক্রম সুন্দরভাবে পালন করার চেষ্টা করে থাকে এবং সেইসাথে পবিত্র রমজানের কার্যক্রম গুলো যথাযথভাবে পালন করার জন্য প্রয়োজনীয় দোয়া সমূহ সম্পর্কে অবগত থাকে। তাই আজকে আমরা আপনাদের সকলকে সহায়তা করার জন্য পবিত্র রমজান উপলক্ষে নিয়ে এলাম আমাদের ওয়েবসাইটে রমজানের প্রয়োজনীয় দোয়া সমূহ সম্পর্কিত এই পোস্টটি। আজকের এই পোস্টটিতে আমরা আপনাদের মাঝে রমজান মাসের আর যখন সুন্দর ভাবে পালন করার জন্য প্রয়োজনীয় সকল ধরনের দোয়া তুলে ধরেছি। এই দোয়াগুলো আপনারা অর্থ সহ সংগ্রহ করে পবিত্র রমজান মাসে আমল করতে পারবেন। আপনি আমাদের আজকের এই দোয়া সমূহ সংগ্রহ করে পবিত্র রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারবেন এবং আপনার পরিচিত সকলকে সুযোগ করে দিতে পারবেন। নিচে রমজান মাসের প্রয়োজনীয় দোয়া সমূহ তুলে ধরা হলো:
সেহরির দোয়া বাংলা উচ্চারণ অর্থসহ
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
ইফতারের কিছুক্ষণ পূর্বে এ দোয়াটি বেশী বেশী পড়তে হবে
উচ্চারণ: ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি, ইগফিরলী।
অর্থঃ হে মহান ক্ষমা দানকারী! আমাকে ক্ষমা করুন। (শু‘আবুল ঈমান: ৩/৪০৭)
بِسْمِ اللهِ وَعَلى بَرَكَةِ اللهِ
বিসমিল্লাহি ওয়া ‘আলা বারাকাতিল্লাহ বলে ইফতার শুরু করবে এবং ইফতারের পর নিম্নের দুটি দোয়া পড়বেঃ
اَللّهُمَّ لَكَ صُمْتُ وَعَلي رِزْقِكَ اَفْطَرْتُ
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিযকিকা আফতারতু।
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই জন্য রোজা রেখেছি, এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করলাম। (আবূ দাঊদ: ১/৩২২)
ذَهَبَ الظَّمَأُ وَابْـتَلَّتِ العُرُوْقُ وَثَبَتَ الاَ جْرُ اِنْ شَاءَ الله تَعَا لى
উচ্চারণ: যাহাবাযযমা ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তায়ালা।
অর্থঃ পিপাসা দূরিভূত হয়েছে, ধমনীসমূহ সতেজ হয়েছে, এবং ইনশাআল্লাহ রোজার সওয়াব নিশ্চিত হয়েছে। (আবূ দাঊদ: ১/৩২১)
কারো দাওয়াতে ইফতারি করলে মেজবানের উদ্দেশে এই দোয়া পড়বেঃ
اَفْطَرَعندكم الصائمون واكل طعامكم الابرار وصلت عليكم الملئكة
উচ্চারণ: আফতারা ইনদাকুমুস সায়িমুন ওয়া আকালা তাআমুকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা।
অর্থঃ আল্লাহ করুন যেন রোজাদাররা তোমাদের বাড়ীতে রোজার ইফতার করে এবং নেক লোকেরা যেন তোমাদের খানা খায় এবং ফেরেশতারা যেন তোমাদের উপর রহমতের দু‘আ করে। (আসসুনানুল কুবরা, নাসাঈ ৬:৮১)