সম্পদ নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা

সম্পদ নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা: সম্পদ সম্পর্কিত বিষয় সম্পর্কে জানাতে আগ্রহ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের আজকের আলোচনা। উক্তি স্ট্যাটাস সম্পর্কিত আরো একটি বিশেষ আলোচনায় আপনাদের অভিনন্দন জানিয়ে শুরু করছি। শপথ সম্পর্কিত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পদ কে কেন্দ্র করে রয়েছে আলোচনা সমালোচনা । আজকের এই আলোচনার মাধ্যমে আমরা শপথ সম্পর্কিত জ্ঞানী ব্যক্তিদের মতামত এর পাশাপাশি থাকছে সম্পদকে কেন্দ্র করে সেরা কিছু স্ট্যাটাস। সুতরাং আপনারা যারা সম্পদকে কেন্দ্র করে এমন তথ্যগুলো জানার আগ্রহ প্রকাশ করে online অনুসন্ধানের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটিতে অবস্থান করছে তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট তথ্য এর পাশাপাশি প্রয়োজনীয় বেশ কিছু বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করে থাকি।

সম্পদকে কেন্দ্র করে এই সমস্ত বিষয় সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। সম্পদের প্রতি আগ্রহী সকলেই অনেকেই এমন ভাবে সম্পদের প্রতি আগ্রহ প্রকাশ করে যা সম্পদের জন্য নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে সম্পদের পিছনে ছুটে থাকেন। এমনটা করা কখনোই উচিত নয়। এমন ব্যক্তিগণ কখনোই সুখ শান্তি পায়না।

সম্পদ নিয়ে উক্তি

প্রিয় পাঠক বন্ধু আপনি কি সম্পদ সম্পর্কিত বিষয় সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে আমাদের আজকের আলোচনায় এসেছেন ? এমন হয়ে থাকলে দেশ-বিদেশের গাড়িগুলি ব্যক্তিগত সম্পদ সম্পর্কিত বিশেষ সম্পর্কে যা জানিয়েছেন তাই তুলে ধরছি আমরা। সম্পত্তি কেন্দ্র করে জ্ঞানী ব্যক্তিদের মতামত গুলো থাকছে এখানে।

১. যে একদিনেই সম্পদের পাহাড় গড়তে চায়, সে এক বছরেই মাটির গর্ততে ডুবে যায়।
— লিওনার্দো দা ভিঞ্চি

২. আপনার প্রকৃত সম্পদের পরিমাণ সেটাই যা আপনি আপনার সব টাকা হারানোর পরও অবশিষ্ট থাকে।
— জন হেনরি জুয়েট

৩. আপনি যদি সত্যি জানতে চান একজন মানুষ কেমন তবে যখন সে সব সম্পদ হারাবে তখন লক্ষ করে দেখুন, সব বুঝতে পারবেন।
— সিমন উইল

৪. একটা মহৎ হৃদয় ব্যতীত একজন সম্পদশালী মানুষ হলো একটি কুৎসিৎ ভিক্ষুকের মতো।
— রালফ ওয়াল্ডো এমারসন

৫. জীবনকে পুরোপুরি উপভোগ করার ক্ষমতাই হলো আসল সম্পদ।
— হেনরি ডেভিড থোরিউ

৬. বেশি বেশি শত্রু বানাতে বেশি বেশি সম্পদই যথেষ্ট।
— সোহাইলি প্রবাদ

৭. সম্পদ আপনার অহংকারের ক্ষুধা নিবারণের জন্য নয়, বরং আপনার নিজের ক্ষুধা ও অন্যদের ক্ষুধা নিবারণই এর মূল উদ্দেশ্য।
— অ্যান্ড্রিউ কার্নেগি

৮. সম্পদ হলো মানুষের চিন্তা ধারার গুণফল।
— আয়েন র‍্যান্ড

৯. আমাকে বলো তুমি কাকে বেশি প্রাধান্য দাও। আমাকে শুধু এটাই বলো যে তুমি কিসের উপর বেশি সম্পদ খরচ করো এবং আমি বলে দিব তুমি কাকে বেশি প্রাধান্য দাও।
— জেমস ফ্রিক

১০. গরিব সেই ব্যক্তি নয় যে অল্প সম্পদ নিয়েই সন্তুষ্ট থাকে, বরং গরিব সেই ব্যক্তিই যে বেশি সম্পদ থাকার পরও আরো বেশি চায়।
— সংগৃহীত

১১. স্বাস্থ্যই সম্পদ।
— প্রবাদ

১২. আপনার সম্পদ সেখানেই যেখানে আপনার বন্ধুরা রয়েছে।
— প্লাউটাস

১৩. সম্পদ পৃথিবীতে অনেক ক্ষুদ্রতম, এটাকে উপর ওয়ালার সর্বনিম্ন পর্যায়ের দান হিসাবে ধরা হয়। আর বোকারাই এর পিছনে পরে থাকে।
— মার্টিন লুথার

১৪. বেশিরভাগ মানুষই তারা যে সম্পদ উপার্জন করে তা এমন কিছু কেনার পিছনে খরচ করে যা তারা পছন্দ করে না এবং এমন কারোর পিছনে করে যাদের তারা পছন্দ করে না।
— উইল রজার্স

সম্পদ নিয়ে স্ট্যাটাস

অর্থসম্পদ নিয়ে সুন্দর কিছু স্ট্যাটাস থাক সেখানে। আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে এমন বিষয়কে কেন্দ্র করে সুন্দর কিছু স্ট্যাটাস তৈরি করার কাজে ব্যস্ত থাকে আমরা সক্ষম হয়েছি সেরা কিছু স্ট্যাটাস তুলে ধরতে। অর্থাৎ আপনারা যারা সম্প দ এর বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের আগ্রহী তারা এখান থেকে সম্পদের বিষয়ভিত্তিক উক্তির পাশাপাশি স্ট্যাটাস গুলো সম্পর্কে অবগত হবেন।

⭐ “যে সম্পদ কারাে চোখে পড়ে না তাই মানুষকে সুখী, ঈর্ষান্বিত করে তােলে। – বেকন”
⭐ “সম্পদ যেমন দায়িত্ব বৃদ্ধি করে অধিকারকেও সুপ্রতিষ্ঠিত করে। – আর্থর ইয়ং”
⭐ “জ্ঞানের ব্যাপারে মানুষের মনে কোনাে কৃপণতা থাকে না, তার মন থাকে উদার। কিন্তু সম্পদ মানুষকে কৃপণতা হিসাবে গড়ে তােলে। তাই সম্পদ অপেক্ষা জ্ঞান উত্তম। – হযরত আলী (রাঃ)”
⭐ “কৃপন ব্যক্তি ধন সম্পদের পূজারী আর উদার দাতা ব্যক্তিকে ধন সম্পদ পূজা করতে বাধ্য হয়। – সুয়ুতী”
⭐ “সম্পদ লাভের উৎস বাধা বন্ধনহীন হলেও আনন্দ উপভােগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা থাকা উচিত। – এম, এফ, টুপার”
⭐ “সৎ এবং হৃদয়বান লােকেরা যেমন পরিবারের সম্পদ তেমনি দেশের সম্পদ। – জন হে উড”
⭐ “মনে রেখাে যা একবার চলে যায় তা আর ফিরে আসে না। সুতরাং সম্পদ হাতে এলে তার পূর্ণ ব্যবহার করতে চেষ্টা করাে। – হযরত আলী (রাঃ)”
⭐ “সম্পদের রহস্য হলো শ্রমিকরা পদ্ধতিগতভাবে কম বেতন পায়। – জুলি রিভকিন”
⭐ “আপনার কাছে সবচেয়ে বড় সম্পদ হল আপনার উপার্জনের ক্ষমতা। – বেন ফিল্ডম্যান”
⭐ “সম্পদ হারাবার ভয় থাকে, তা চুরি করা যায় কিন্তু জ্ঞান চুরি করা যায় না। জোর করে কেউ তা কেড়ে নিতে পারে না তাই জ্ঞান সকলের জন্যই নিরাপদ তাই সম্পদের তুলনায় জ্ঞান উত্তম। – হযরত আলী (রাঃ)”

⭐ “একজন শিক্ষিত লােক নিঃসন্দেহে সম্পদশালী লােক। – লা ফন্টেইন”
⭐ “ধনীদের ধন সম্পদ হচ্ছে তাদের স্বাস্থ্যের সবচেয়ে বড় শত্রু। – জর্জ ওয়েট স্টোন”
⭐ “ধন সম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যম, কষ্টের উপলক্ষ এবং বিপদ আপদের বাহন। – হযরত আলী (রাঃ)”

সম্পদ নিয়ে কবিতা

সম্পদ সম্পর্কিত লেখা কিছু কবিতা কবিতার লাইন আপনাদের মাঝে তুলে ধরবো আমরা। যারা সম্পদ সম্পর্কিত এই কবিতাগুলো জানার আগ্রহ প্রকাশ করেন তারা অবশ্যই এখান থেকে এমন কবিতাগুলো সংগ্রহ করতে সক্ষম হবে। নিঃসন্দেহে আপনাদের জন্য নতুন কিছু কবিতা তুলে ধরবো আমরা।

সম্পদ

– শাহানারা সুলতানা তানিয়া

আর যেখানে তারকাটায়
পুঁতে রেখেছে অনন্তের ফাঁদ
আমি দেখতে পাই দুটি করুণ চাহনী,
এখনো অর্ধমৃত ।
ঘাস এবং শিশিরের মধ্যবর্তী যে দুরত্ব
বস্তুত, তার মাঝেই জেগে আছেন ঈশ্বর,
দেখছেন সকালের পৃথিবী ।
জাগছে ঘুম, ঘুমোচ্ছে রাত,
আলো ফুটলেই পা বাড়ায় গৃহটান ।
জীবিকা আর জীবনাচারে মানুষ ভুলে যায়
মানুষই হলো মানুষের নিজস্ব সম্পদ,
মানুষের কল্যাণেই,
মরুভূমি দুভাগ হয়ে জেগে উঠে জমজম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *