সেহরির দোয়া, সেহরি ও ইফতারের দোয়া আরবি,বাংলা উচ্চারণ

সেহরির দোয়া: আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। পাঠক বন্ধুগণ আজকে আমরা আমাদের আলোচনায় আপনাদের জন্য নিয়ে এসেছি সেহেরির দোয়া সম্পর্কিত একটি পোষ্ট। আমাদের আজকের এই পোস্টটি আমরা আপনাদের মাঝে তুলে ধরার জন্য সেহরির দোয়াটি সম্পূর্ণ আরবি ও বাংলা ভাষায় উপস্থাপন করেছি। আপনারা আমাদের আজকের এই পোস্ট থেকে সেহরির দোয়াটি সংগ্রহ করে আপনি আপনার ব্যক্তিগত জীবনে দোয়াটি আমল করতে পারবেন। আশাকরি আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে আপনারা সেহরির দোয়াটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন।

সেহরি আরবি শব্দ। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ঊষার পূর্বে খাবার। সেহরি কে অনেকেই সেহেরী বা সাহরি বলে থাকেন। ইসলামী শরীয়তের পরিভাষায় সেহরি বলতে বোঝায় রমজান মাসের রোজা পালন বা সাওমের উদ্দেশ্যে ঊষার পূর্বে খাবার গ্রহণ করা। এটি মুসলিমদের দ্বারা গৃহীত ধর্মীয় ও ঐতিহ্যবাহী নাস্তা খাবার যা রমজান মাসে রোজা পালন করার জন্য অথবা যে কোন দিনে রোজা পালনের উদ্দেশ্যে ফজরের নামাজের পূর্বে বা ঊষার পূর্বে অথবা সুবিহ সাদিকের পূর্বে গ্রহণ করা হয়। ইসলাম ধর্মালম্বীদের জীবনী ধর্মীয় রীতি-নীতির মতোই সেহরির গুরুত্ব অপরিসীম। কেননা এটি সাওমের সূচনা।

একটি সাওম বা রোজাকে পরিপূর্ণতা দান করতে সেহরি ও ইফতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেহরি ছাড়া যেমন রোজার সূচনা করা সম্ভব নয় ঠিক তেমনি ইফতার ছাড়া রোজার পরিপূর্ণতা সম্ভব নয়। রমজান মাসে প্রতিটি ঘরে ঘরে সেহরি একটি উৎসবের মতো পালিত হয়। কেননা প্রতিটি মুসলিম আল্লাহর তাকওয়া লাভের জন্য সেহরি খাওয়ার মাধ্যমে রোজা আরম্ভ করে এবং ইফতার গ্রহণের মাধ্যমে সম্পন্ন করে থাকে।

সেহরির দোয়া

অনেকে অনলাইনে সেহরির দোয়াটি পরিপূর্ণভাবে জানার জন্য অনুসন্ধান করে থাকে। আজকে আমরা তাদের জন্য আমাদের ওয়েব সাইটে নিয়ে এসেছি দোয়া সম্পর্কিত একটি পোস্ট। আমরা আমাদের আজকের এই পোস্টটি আপনাদের মাঝে সেহরির দোয়াটি সুন্দরভাবে উপস্থাপন করব। আপনাদের সকলের বোঝার সুবিধার্থে আমাদের আজকের এই পোস্টটিতে সেহরির দোয়াটি বাংলা ভাষা ও আরবি ভাষায় সহজ ও সাবলীল ভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা আমাদের আজকের এই পোস্ট থেকে সেহরির দোয়াটি সংগ্রহ করে সহজেই মস্তিষ্কে আয়ত্তে রাখতে পারবেন। তো পাঠক বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের সেহরির দোয়া সম্পর্কিত পোস্টটি। নিচে সেহরির দোয়াটি তুলে ধরা হলো:

রোজার নিয়ত আরবি

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

উচ্চারণ : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

রোজার নিয়ত বাংলা অর্থ

হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া সহীহ

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن

ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

ইফতারের দোয়া বাংলা অর্থ

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *