বর্ষাকাল নিয়ে স্ট্যাটাস ক্যাপশন ও উক্তি

আমাদের মাঝে উপস্থিত রয়েছে বর্ষাকাল। বাংলাদেশ ছয় ঋতুর দেশ এর মধ্যে একটি হচ্ছে বর্ষা । অনেকেই এই সময় পছন্দ করে আবার অনেকেই বিরক্ত হয়ে থাকেন। খাল বিল নদী নালা বৃষ্টির পানিতে ভরে যায় এই সময়। দীর্ঘ সময় বৃষ্টির কারণে বন্যার উপস্থিতি লক্ষ্য করে থাকি আমরা। প্রায় প্রতিবছর বর্ষাকালে বন্যা হয়ে থাকে। বন্যায় নদী ভাঙ্গন সহ আরো বিভিন্ন ধরনের সমস্যার বিষয় সম্পর্কে জানতে পারি আমরা।

বর্ষাকালের পরিবেশ অনেকের পছন্দ অনেকেই এই ঋতুকে পছন্দ করেন। গ্রামের পরিবেশ অনেক সুন্দর হয়ে থাকে এই সময়। বর্ষাকালে নদীগুলো প্রাণ ফিরে পায় অনেক মৃত নদী বর্ষার পানিতে প্রাণ ফিরে পায়। বর্ষার সময় লক্ষ্য করে থাকি ঘনবৃষ্টি কখনো কখনো দীর্ঘদিন বৃষ্টি লক্ষ্য করা যায়। বর্ষাকাল সম্পর্কিত এই আলোচনাটির মাধ্যমে বর্ষা কেন্দ্রিক স্ট্যাটাস ক্যাপশন ও বিশেষ ব্যক্তিদের মতামত প্রদান করার উদ্দেশ্য রয়েছে আমাদের। বর্ষাকাল সম্পর্কিত এমন আলোচনাটির মাধ্যমে আপনাদের মাঝে প্রয়োজনীয় এই তথ্যগুলোই তুলে ধরব আমরা। সুতরাং আমাদের আলোচনাটির সাথে থাকুন এবং বর্ষাকাল সম্পর্কিত এমন বিষয় সম্পর্কে জানুন ।

বর্ষাকাল নিয়ে স্ট্যাটাস

বর্ষার নির্দিষ্ট রূপ রয়েছে সৌন্দর্য রয়েছে। এইরূপে মুগ্ধ অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ। বর্ষার এই সময়কে কেন্দ্র করে সুন্দর কিছু স্ট্যাটাস আপনাদের মাঝে প্রদান করার উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিবেদনটি লিখছি। বর্ষার রূপ অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর হয়ে থাকে। বর্ষাকে কেন্দ্র করে অসংখ্য কবি লিখেছেন অনেক সুন্দর সুন্দর কবিতা যে কবিতা গুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে। বর্ষা কে কেন্দ্র করে সুন্দর কিছু স্ট্যাটাস আপনাদের মাঝে তুলে ধরছি আমরা।

“বর্ষা নামলে শহর ভেজে
ভিজতে পারিনা আমি,
শরীর ভেজানো ভীষণ সহজ
মন ভেজানো দামী।”

“বৃষ্টির উপর তোমরা রাগ করোনা! কেননা সে এটা জানে না উপরের দিকে কিভাবে পড়তে হয়! ”
— ভাদিমির নাবকোভ

বর্ষার আবহে ছুঁয়ে যায় ভালোবাসা, মনের ছায়ায় প্রেমের আলো ফেলে। বর্ষার মেঘে পৃথিবী শহরে ছড়িয়ে, বর্ষার রঙে রঙিন হয় নীল আকাশে।
— বিল ওয়াটারসন

তোমরা বৃষ্টির উপর রাগ করো না, কেননা সে এটা জানে না উপরের দিকে কিভাবে পড়তে হয়।

বর্ষা আসে তোমার নামে, মেঘ ছুঁয়ে যায় আমার মনে। পৃথিবী মেলে নতুন রঙে, আশা বিষাক্ত হয় বাণী ও সঙ্গে।

বর্ষাকাল নিয়ে ক্যাপশন

বর্ষাকাল পছন্দ করেন এমন মানুষের সংখ্যা অনেক রয়েছে ঠিক তেমনি বর্ষাকালে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অনেক ব্যক্তি। অনেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বর্ষাকালে। এছাড়াও বন্যার সমস্যা রয়েছে আমাদের দেশে নদী ভাঙ্গন সহ বৃষ্টির পানি শহর কিংবা গ্রাম অঞ্চলে ঢুকে গিয়ে অনেক সময় অনেক বড় সমস্যা তৈরি করে থাকেন। সকল বিষয়ে বিবেচনায় বর্ষাকাল পছন্দ করেন কিংবা অপছন্দ করেন উভয় ধরনের মানুষ রয়েছে। তবে এর মধ্যে বর্ষাকাল কে কেন্দ্র করে সুন্দর ক্যাপশন সংগ্রহ করা মানুষের সংখ্যা রয়েছে অনেক। আমরা এমন কিছু মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের আলোচনায় ক্যাপশন নিয়ে উপস্থিত হয়েছি।

১. তুমি ছাড়া কত বসন্ত, কত বর্ষা, অথচ দুঃখ ছাড়া এক প্রহর তো দূরের কথা, এক মুহূর্তও নয়।

২. হে বর্ষা সব মেঘ যেন নিয়ে নিয়েছো তুমি, মেঘগুলো সাদা হয়ে তোমার কাছে চলে এসেছে।

৩. বৃষ্টি ভেজা এই বর্ষায় মন চায় তোমায় পেতে, তুমি আসলে ঝরবে অঝোর ধারায় মন হবে দিশেহারা।

৪. বর্ষা যতোবারই এসেছে ততবারই যেন, সেই ছেলেবেলার কথাই আমাকে ভাবিয়েছে।

৫. এই বৃষ্টি ভেজা প্রেমের পরশ পাঠিয়ে দিলাম তোমায়, ভিজিয়ে নিও শরীরটাকে আর মনে করো আমার।

৬. অধীর আগ্রহে বসে আছি ওই নীল আকাশের প্রাণে মেঘ আসবে বলে, তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়ো আমার এই ক্লান্ত গায়ে।

৭. চলনা দুজন হারিয়ে যাই, বর্ষার বুকে নৌকায় কোন এক অজানায়।

বর্ষাকাল নিয়ে উক্তি

বর্ষাকালের পরিবেশ রূপ ও বর্ষা কেন্দ্রিক বিভিন্ন ধরনের উক্তি প্রদান করব আপনাদের মাঝে। বিশেষ ব্যক্তিগণ এ বিষয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেছেন। হবিগঞ্জ লিখেছেন অনেক কবিতা লেখক লিখেছেন গল্প উপন্যাস ও গান। এর মধ্য থেকে আমরা জ্ঞানী ব্যক্তিদের মতামত গুলো আপনাদের মাঝে তুলে ধরছি।

» তুমি বৃষ্টি হয়ে নামলে, আমি বর্ষার মৌসুম হয়ে তোমাকে আপন করে নেব।

» আজ মেঘ জমেছে আকাশে তাই দিয়েছো আকাশের সাথে আড়ি, আজ নাকি সারাদিন মেঘের সাথে রোদের আড়ি।

» আজ এলো বর্ষা সাদা আকাশ মেঘলা হলো, নামবে হয়তো বৃষ্টি, তুমি পাশে থাকলে হয়তো দিনটা হতো আরো রঙিন।

» বর্ষা এলো আকাশে মেঘ ছেয়ে গেল, বৃষ্টি এসে ভিজিয়ে দিল গাছগুলো সব সতেজ হলো।

» বর্ষা হয়তোবা অনেকের আনন্দের একটা মৌসুম, কিন্তু অনেক অভাগাদের দুঃখের পর্ব শুরু হয়।

» বর্ষার বৃষ্টিতে তো সবাই ভিজে কিন্তু তাকে অনুভব করে নিজের করে নিতে পারে কজন।

» হ্যাঁ মেঘলা মেঘলা আকাশ আর ঠান্ডা ঠান্ডা বাতাস, পানিতে ভেজা পা, বৃষ্টি থামেনা চারদিকে জল, উড়ে তোরা পা সামলে চল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button