২১ শে ফেব্রুয়ারি কবিতা ২০২৪

২১ শে ফেব্রুয়ারি কবিতা ২০২৪: একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে লেখা নতুন কবিতা গুলো আপনাদের মাঝে প্রকাশ করার তীব্র ইচ্ছা নিয়ে কাজ করেছে আমরা। একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ইতিপূর্বে অনেক কবিতা রয়েছে । তবে প্রতিনিয়ত আমাদের দেশের এই ছোট বড় কবি গুলো লিখে থাকেন মজার মজার অনেক কবিতা। ছোট বড় মজার কবিতা বিরহের কবিতা বিদ্রোহী কবিতা রোমান্টিক কবিতার পাশাপাশি বিভিন্ন বিষয় ও ইতিহাস কে লেখা সুন্দর সুন্দর কবিতা রয়েছে। এমন কবিতাগুলো অনেকেই অনলাইন থেকে খুজে থাকেন তাদের সহযোগিতায় আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সুন্দর ও সাবলীল ভাষায় লেখা সুমধুর কবিতাগুলো তুলে ধরে থাকি আপনাদের মাঝে।

সুতরাং আমাদের সাথে থেকে আজকে আপনি যে বিষয়ে ভিত্তিক কবিতা গুলি সম্পর্কে জানতে পারবেন তা হচ্ছে ভাষার উপর ভিত্তি করে লেখা। আমাদের গৌরব একুশের এই বিষয়ে উল্লেখ করে বাংলা ভাষাকে অক্ষুন্ন রাখতে বাঙালি জাতি পাকিস্তানিদের সাথে যুদ্ধর মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলা নিয়ে এসেছে আমাদের মাঝে। আর এই বাংলা হচ্ছে আমাদের গৌরব আমাদের অহংকার। অর্থাৎ এই বিষয়কে নিয়ে লেখার আগ্রহ প্রকাশ করেন অনেকেই সম্পূর্ণ আলোচনার সাথে থেকে এই বিষয় সম্পর্কে লেখা কবিতাগুলো সংগ্রহ করতে পারবেন।

মাতৃভাষা দিবসের কবিতা

মাতৃভাষা অর্থাৎ মায়ের ভাষা। আর মায়ের ভাষা রক্ষার্থে ১৯৫২ সালে রাজপথে নেমেছেন ছাত্র দিয়েছেন মিছিল ১৪৪ ধারা অমান্য করে নিজের মায়ের ভাষা ফিরিয়ে আনতে জীবন দিয়েছেন রফিক শফিক সালাম বরকত সহ নাম না জানা অনেকেই। এই সমস্ত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজের মায়ের ভাষাকে কেন্দ্র করে অর্থাৎ মাতৃভাষাকে কেন্দ্র করে লিখেছেন কিছু কবিতা। আর এই কবিতাগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো এখানে।

সেতো

মিবুলি প্রাণের প্রিয় আমি

যে ভাষাতে প্রাণঘাতী হতে চেয়েছি

সবার সুখের তৃষ্ণা মিঠালো

সেই মধুর

ভাষা বাংলা ভাষা

সেলোগান মুখের পছন্দের

যে ভাষাতে সলোগানের ভাষা সে ভাষা

সে ভাষা কোন দূলা আজকে

তারা বাঁধা ভঙ্গ করে ধারা

হায়জন গর্জন লঙ্গিয়ে দেয়।

হুংকারে হয় ধনি পুষ্প ধনি

রাষ্ট্র ভাষা

বাংলা চাই

ভাষা সেতো রক্তে ভেজা ২১শের দুপুর

রক্ত! সেতো নতুন সূর্য

যে ভাষা লাগি দিয়া মতিয়া বাঙ্গালী জাতী

জ্বলে বেজে রক্তে বাঙ্গালী সাম্যের

গীতি আমাদের মানুষ অভাব রয়

ভাষা জয়।

একুশের কবিতা আবৃতি

বাংলা ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ

শহীদ হয়েছে তারা, অক্ষয় অমর অম্লান,

ভুলিনি আজো, তাদের রক্ত বৃথা যায়নি

স্মরণে তব শহীদ মিনার গড়েছি জানি।

বায়ান্ন সালের একুশের এমন এক দিনে

সালাম রফিক জব্বার আর কত কত জনে

মায়ের কোলে শহীদ হয়েছে ভাষার কারণে।

বিল ঝিল হাওড় নদী কলকল তানে

আমারে বাংলা ভাষায় সুখে দুঃখে ডাকে।

পাখির গানে ভোরের শিশিরে আকাশের চাঁদ

রাতের জোনাকী ফুল ফল, খুশি মানেনা বাধ

মায়ের হাসি সবুজ শ্যামলে ফসলের মাঠ

এইতো আমারই বাংলা ভাষার প্রথম পাঠ।

ভালবাসি বাংলা আর ভালবাসি ভাষা

রাষ্ট্র ভাষা বাংলা ভাষা, মায়েরই ভাষা ।

শোন বিশ্ব, নাই এমন ইতিহাস আর নাই

কোন কালে বাংলা ভাষার নাই মৃত্যু নাই।

জহিরের একুশে ফেব্রুয়ারি কবিতা

 

জহিরের কথাগুলো দৈববাণী হয়।

আরেক ফাল্গুনে দেখো, জনতার স্রোত,

সত্যিই দ্বিগুণ হয় –

রাজপথে নেমে আসে, গলিত লাভার মত;

স্ফুলিঙ্গ অনল হয়ে দাবানল হয়।

বাংলার ঘরে ঘরে গাফফার গেয়ে উঠে,

আমার ভায়ের রক্তে রাঙ্গানো …….. একুশের গান।

আমাদের অন্তর্গত হৃদয়ের বাণী,

ছড়ায় সমগ্র বিশ্বে – গানে গানে, কবিতা কথায়।

সুদূর টরেন্টো হয়ে, চেরিদের বনে,

পৌছে যায় বাংলার প্রতিবাদী সুর।

ঝংকারে মথিত হয়, লাল রং ক্যাঙ্গারুর ভূমি।

মাতৃভাষা স্মৃতিসৌধ, মাথা তোলে দেশে দেশে,

মায়ের ভাষার দাবী প্রতিষ্ঠিত করে।

শুন হে বরকত শুন, শুন হে সালাম,

তোমাদের আত্মত্যাগ ব্যর্থ হয় নাই।

তোমরা দিয়েছ প্রাণ, তাই –

আমরা মায়ের বোলে, কথা বলি, গান গেয়ে যাই।

 

অমর একুশ নিয়ে কবিতা

 

ও মা তোর মুখের ভাষা কাইড়া নিতে চায়

ওই হায়ানার দল ।

আমার চৌদ্দ পুরুষ বাপ-দাদাদের আঁখড়ে ধরা

আপন বুলি কেমনে ভুলি বল ?

জারি –সারি-ভাটিয়ালী –নকশি কাঁথার গান

এসব আমার বাংলা ভাষার অমূল্য উপাদান।

মাগো ওরা কয়, উর্দু হইব দুই বাংলার কথা,

সয়নায় তোর সন্তানেরা এ অন্যায়ের ব্যাথা ।

ছাত্র-শিক্ষক,স্রমিক-মজুর উঠেছিল ফেঁপে

সারা বাংলা আন্দোলনে উঠেছিল কেঁপে ।

একতার মুঠো হাত – বিক্ষোভের স্বর

আকাশে –বাতাসে তোলে প্রতিবাদের ঝড় ।

জয় বাংলা, বাংলার জয়-

হবে হবে হবে –হবে নিশ্চয়

কোটি বাঙ্গালী একসাথে , জেগেছে অরুনপ্রাতে

মায়ের ভাষা রবে সুরক্ষিত –অক্ষয় ।

রাষ্ট্র ভাষা বাংলা চাই,রাষ্ট্র ভাষা বাংলা চাই

সকলের প্রানে বাজে এক সুরের সানাই ।

থামবে না প্রতিবাদ চলবে লড়াই

ছাড়বনা নিজ মায়ের বুলি –মরে হবো ছাই ।

বজ্র মুষ্টি,জোর প্রতিবাদ চলে বারংবার

পাক পুলিশের গুলিতে মিছিলে উঠে হাহাকার,

লুটে পড়ে সালাম,বরকত,রফিক,জব্বার।

দিনটি ২১, মাস ফেব্রুয়ারী

আমার ভাইয়ের রক্ত মাখা শার্ট ভুলতে কি পারি ?

নাম নাজানা কত ভাষা শহীদ গন

ছিনিয়ে এনেছিল মাগো তোর চির আসন ।

বিশ্বের দরবারে আজ কত সম্মান,

মায়ের তরে রেখে গেলো যারা অবদান

তাদের জানাই সস্রদ্ধ কোটি কোটি সালাম।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে লেখা কবিতাগুলো খুঁজে অনেকেই আসেন অনলাইনে। তাদের সহযোগিতা করে আমরা নিয়ে এসেছি এবারের আরও বেশি কিছু ছোট বড় কবিতা যেগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগার মত কবিতা গুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। সুতরাং আমাদের সাথে থেকে এই কবিতাগুলো সম্পর্কে জানুন।

মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী,
লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি.
একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা.
রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার,
বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার.
স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা,
যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা.
প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে,
আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.
অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার,
বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর.
রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা,
একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *