অভাব নিয়ে কবিতা, বাংলা কবিতা, দেশের কবিতা

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পাঠক বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে অভাব নিয়ে কবিতা সম্পর্কিত একটি পোস্ট নিয়ে আলোচনা করবো। আমাদের আজকের এই পোস্ট থেকে আপনারা অভাব নিয়ে কবিতা গুলো সম্পর্কে সুস্পষ্ট ভাবে জানতে পারবেন। আমরা আপনাদের কথা ভেবে আজকে অভাব নিয়ে কবিতা লেখা সংগ্রহ করেছি। আমাদের আজকের পোস্টটিতে অভাব সম্পর্কে সামগ্রিক কিছু তথ্য সুন্দর ভাবে তুলে দেওয়া হয়েছে। আশা করি আমার আজকের এই পোস্ট টি আপনাদের সবার ভালো লাগবে।

অভাব হলো কোনো কিছু অর্জনের তীব্র চাহিদা। প্রতিটি মানুষের জীবনে অভাব আছে। অনেকের খাবারের অভাব রয়েছে অনেক মানুষ আছেন যাদের একটিবার স্থানের অভাব রয়েছে আবার অনেকে আছেন যাদের শিক্ষার অভাব রয়েছে। প্রতিটি মানুষের জীবনে অভাব ওতপ্রোতভাবে জড়িত আছে । বস্তুত অভাব ছাড়া মানুষের জীবন কল্পনা করা সম্ভব নয়। মানুষের জীবনে অভাব থাকবেই। অভাব মানুষের জীবনের একটি অংশ। অভাবের কারণে মানুষের জীবনের সুন্দর স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। অভাবের কারণে মানুষের জীবনের সবকিছু শেষ হয়ে যায়। মানুষের জীবনে অভাব এলে তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সংখ্যা কমে যায়। অতিরিক্ত অভাব মানুষের জীবন ধ্বংস করে দেয়। তাই আমাদের সকলের উচিত জীবনে অভাব উত্তরণের পথ খুঁজে বের করা।

অভাব নিয়ে কবিতা

অনেকেই আছেন যারা অভাবে পরে অভাব নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চায় তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য অভাব নিয়ে বেশ কিছু কবিতা তুলে ধরবো। আপনি আমাদের এই কবিতা গুলো সংগ্রহ করে আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। আমাদের আজকের এই কবিতা গুলো আপনার বন্ধু বান্ধব ও পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিতে পারবেন। আমাদের আজকের এই পোস্ট টি আপনাদের সবার জীবনে অভাব উত্তরণের উপায় সম্পর্কে জানতে সাহায্য করবে। নিচে আমাদের অভাব নিয়ে কবিতা গুলো তুলে দেওয়া হলো:

অভাব

– আরিফ আহমেদ খান

এই অভাবের দুনিয়ায় সবাই অভাবী,
কারো সুখের অভাব,আর কারো অর্থের।
কারো চোখে অশ্রুর অভাব,কারো মনে শ্রান্তির।
কেউ ভোগে শক্তির অভাবে কেউ বা প্রিয়জনের।কারো দেহে সুস্থতার অভাব,কারো বুকে ভালবাসার।
গরীবের সুখময় দিনের অভাব,ধনীদের চাহিদার।
চোখে স্বার্থ ব্যতীত স্নেহের অভাব,বেঞ্চিতে অপেক্ষার অন্য পাশে তার অভাব।
বিষণ্ণ মনে রঙের অভাব,মুখে হাসির।
দেশে বিচারের অভাব,নারীর মনে নিরাপত্তার।
এত জলজ্যান্ত রক্ত থাকতেও মুমূর্ষু রোগীর রক্তের অভাব,লক্ষ কোটি হাত থাকতেও সাহায্যের হাতের অভাব।
কাগজে কবিতার অভাব,মগজে স্থিরতার।
জীবনে ছন্দের অভাব,আর আমাতে তোমার।

অভাব

দুঃখ সংখ্যা

বোরহান বিন আহমেদ

ক্ষুদ্র একটি অভাব, আমার গৃহে
প্রবলভাবে আঘাত হেনেছিল
অমাবস্যার প্রথম রাতে।

আঁধারের নিকষ কালো -কালো ঢেউ
আঁছড়ে পড়েছিল দুয়ারে,
চৌকাঠ ভেঙ্গে প্রবেশ করেছিল
গভীর রজনীর কঠিণ অবসরে।

চুপি-চুপি ঢেউগুলো দেখছিলাম
মিট-মিট করে জ্বলা কুপির আলোতে,
পাজরের হাড়গুলো -ক্ষিধের যাতনায়
মুচকি হেসেছিল নব আশাতে।

সুন্দর স্বপন কুটির পেয়ে
শাসিত চোখ দুটি কাঁপছিল
কোন এক অজানা সংশয়ে,
বহুশত উদ্বিগ্ন নিয়ে-মলিন বদনখানি
বিন্দু বিন্দু করে ঘামছিল
কঠিণ কষ্টের বিদায়ে।

রাতের যন্ত্রনা- নীল থেকে নীলে
আকাশের মত নীলাভতা ছড়ায়
বর্ষার বৃষ্টির জলে,
জয়।অভাব তাড়ানোর জয়,
ভয় নেই-সামনে এগিয়ে চলার পালা
হাল নিয়ে হেঁটো না হতাশার মিছিলে।

বন্ধুরা মানুষের জীবনে অভাব থাকবেই। তাই অভাবকে জীবনের অভিশাপ মনে না করে জীবনের অংশ হিসেবে মনে করতে হবে। আর জীবনে কঠোর পরিশ্রমী হতে হবে।তাহলে মানুষের জীবন সুন্দর হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *