আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুগণ আজকে আমরা আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীমের এমন একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আয়াত আপনাদের মাঝে তুলে ধরবো। যে আয়াতটির গুরুত্ব ও তাৎপর্য প্রতিটি মানুষের জীবনে ব্যাপক পরিমাণে রয়েছে। পবিত্র কুরআনুল কারীমের শ্রেষ্ঠ এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসী অর্থাৎ সূরা বাকারার একটি আয়াত। আমরা আপনাদের মাঝে আয়াতুল কুরসির বাংলা উচ্চারণটি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করব। আপনারা আমাদের এই পোস্ট থেকে আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ টি সংগ্রহ করে নিজের আয়ত্তে আনতে পারবেন। কেননা আয়াতুল কুরসি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এই আমলটি করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমলকারীকে অশেষ নেকি ও মর্যাদা দান করে থাকেন। আপনারা যারা আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ সম্পর্কে জানতে চেয়েছেন তারা আমাদের উল্লেখিত আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ টি সংগ্রহ করুন।
আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কুরআন মাজিদের সূরা বাকারার একটি অংশ। মানব জীবনে আয়াতুল কুরসির গুরুত্ব ফজিলত রয়েছে। মহান আল্লাহ তায়ালা আয়তুল কুরসির আমলকারীকে অসংখ্য নেকি দান করে থাকেন। আয়াতুল কুরছি এর অনেকগুলো আমল রয়েছে তন্মধ্যে একটি আমল হচ্ছে অজুর শুরুতে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে মহান আল্লাহ তা’আলা তিলাওয়াতকারীকে দ্বিগুণ মর্যাদা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসী তেলাওয়াত করবে সে ব্যক্তির মৃত ব্যতীত জান্নাত যাওয়ার আর কোনো বাঁধা থাকবে না। আয়াতুল কুরছি আমার দৈনন্দিন জীবনে অনুশীলন করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আয় রোজ করে বরকত দান করে থাকেন। আমাদের দৈনন্দিন জীবনে আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত আয়তুল কুরসির ফজিলত ও আমল গুলো সম্পর্কে ধারণা নিয়ে নিজের জীবনে তা অনুশীলন করা।
আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ
অনেকেই কুরআন মাজীদ পড়তে জানে না যার কারণে তারা আয়াতুল কুরসী বাংলা উচ্চারণ সম্পর্কে জানতে চায়। আজকে আমি তাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি পোস্ট। আপনারা আমার এই পোস্ট থেকে আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ টি সংগ্রহ করতে পারবেন। আমরা আপনাদের সকলের জন্য আয়াতুল কুরসির বাংলা উচ্চারণটি সহজ ভাবে উপস্থাপন করেছি যা সংগ্রহ করে আপনারা নিজের জীবনে আয়োজন করছেন আমল করতে পারবেন। আপনি আমাদের আজকের এই পোস্ট থেকে আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ কি সংগ্রহ করে আপনার পরিবারের সকল সদস্যের কাছে শেয়ার করে দিতে পারবেন। সকলের মাঝে আয়াতুল কুরসির ফজিলত ও গুরুত্ব সম্পর্কে বোঝাতে পারবেন। নিচে আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ টি আপনাদের মাঝে উপস্থাপন করা হলো:
আয়াতুল কুরসি আরবি
اللّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ
لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ
لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ
مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ
وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ
وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا
وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمআল-বাক্বারার – ২৫৫
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ – Ayatul Kursi Bangla
আল্লাহু লা— ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্কাইয়্যুম,
লা- তা’খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম।
লাহু মা ফিসসামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্।
মান যাল্লাযী ইয়াশ ফাউ ইনদাহু— ইল্লা বি ইজনিহ,
ইয়া লামু মা বাইনা- আইদীহিম ওয়ামা খালফাহুম,
ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি— ইল্লা বিমা শা’—-আ,
ওয়াসিয়া কুরসি ইউহুস সামা ওয়াতি ওয়াল আরদ,
ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা
ওয়াহুয়াল আলিয়্যূল আযী-ম।
আয়াতুল কুরসি বাংলা অর্থ
আল্লাহ,তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক।
তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়।
আকাশ ও ভূমিতে যা কিছু রয়েছে, সবই তাঁর।
কে আছে এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তার অনুমতি ছাড়া?
দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন।
তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু তা ব্যতীত – যতটুকু তিনি ইচ্ছা করেন।
তাঁর আসন সমস্ত আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করে আছে।
আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়।
তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান