একটা ছিল সোনার কন্যা গানের লিরিক্স [ Ekta Chilo Sonar Konna Lyrics ] সুবীর নন্দী
একটা ছিল সোনার কন্যা গানের লিরিক্স: ব্যাপক জনপ্রিয় একটি গানের বিষয় সম্পর্কে জানানোর উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি আজকের আর্টিকেল নিয়ে। অনেক পুরনো একটি গান হচ্ছে একটা ছিল সোনার কন্যা। এক্ষেত্রে আমরা জনপ্রিয় এই গানটির বিষয় সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব । আজকের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিরিক্স আমরা গানটি লিরিক্স প্রদান করব আপনাদের মাঝে। সেই সাথে গানটির বিষয়ে সাধারণ কিছু তথ্য তুলে ধরা হবে যেমন গানটি কে লিখেছেন সুরকার কে এই সমস্ত বিষয়ে সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে।
সুতরাং আমরা চেষ্টা করি গানের লেখক সুরকার এর বিষয় সম্পর্কে আপনাদের জানাতে। একসময় সাধারণ মানুষের মুখোমুখি শোনা যেত একটা ছিল সোনার কন্যা এই গানটি। গানটির ভিডিও ধারণ করা হয়েছে গ্রামে । গানটির কথা ও সুর অত্যন্ত সুন্দর হওয়ায় খুব সহজেই জনপ্রিয়তা পেয়েছে। গানটি ব্যবহার করা হয়েছিল তৎকালীন সময়ের জনপ্রিয় একটি সিনেমায়। গানটির কথার মাধ্যমে একটি মেয়ের বিষয়ে প্রশংসা করা হয়েছে যা খুবই সুন্দর ভাষায়। গানটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে তুলে ধরছি।
একটা ছিল সোনার কন্যা গানের লিরিক্স
গানটির মাধ্যমে একটি মেয়ের প্রশংসা করা হয়েছে। সেই সময়ের জনপ্রিয় গান বর্তমান সময়ও এসে অনেকেই শুনে থাকেন। অনেকেই এই গানটির বিষয় সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি লিরিক্স টি মনে রাখার আগ্রহ প্রকাশ করেন। এমন ব্যক্তিদের সহযোগিতার জন্য আমরা আমাদের আলোচনার মাধ্যমে একটা ছিল সোনার কন্যা গানটির বাংলা ও ইংলিশ লিরিক্স নিয়ে এসেছি।
একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া..
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে
নাও দৌঁড়াইয়া চলি
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে
নাও দৌঁড়াইয়া চলি
কন্যার চিরল বিরল চুল
তাহার কেশে জবা ফুল
কন্যার চিরল বিরল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে
কথা বলবো না ..
একটা ছিল সোনার কন্যা
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
হাত খালি গলা খালি
কন্যার নাকে নাকফুল
হাত খালি গলা খালি
কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে
কথা বলবো না..
একটা ছিল সোনার কন্যা
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে
কথা বলবো না .
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
নাও দৌঁড়াইয়া চলি
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
নাও দৌঁড়াইয়া চলি..
সবুজ বরণ লাউ ডগায়
দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে
সবুজ বরণ লাউ ডগায়
দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
একটা ছিল সোনার কন্যা গানের বাংলা লিরিক্স
আপনারা যারা এই গানটির বাংলায় লিরিক্স পেতে চান তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। সম্পূর্ণ গানের লিরিক্স অর্থাৎ কথা তুলে ধরা হচ্ছে নিচে। আশা করছি সঠিক লিরিক্স পেতে সক্ষম হয়েছেন আমাদের ওয়েবসাইট থেকে।