ঘুমানোর দোয়া বাংলা এবং আরবিতে| ঘুমানোর আগের দোয়া
ঘুমানোর দোয়া বাংলা এবং আরবিতে: আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের ওয়েবসাইটির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ভিউয়ার্স আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ঘুমানোর দোয়াটি। ঘুমানোর দোয়াটি মানুষের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় একটি আমল। এই আমলটি জীবনে অনুশীলন করার মাধ্যমে প্রতিটি মানুষ মহান আল্লাহ তাআলার কাছ থেকে অসংখ্য সওয়াব লাভ করতে পারবে। ঘুমানোর দোয়াটি পাঠ করে কোন ব্যক্তি ঘুমালে সেই ব্যক্তিটি মহান আল্লাহ তায়ালার জিম্মায় চলে যায়। ব্যক্তি রাতের ঘুম থেকে শুরু করে ফজরের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত মহান আল্লাহ তাআলার কাছ থেকে অসংখ্য সওয়াবের অধিকারী হয়। ঘুমানোর দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এজন্য অনেকেই এই আমলটি জানার জন্য অনলাইনে ঘুমানোর দোয়া লিখে অনুসন্ধান করে যায়। তাদের জন্য আমাদের আজকের এই আলোচনাটি। এক্ষেত্রে আমরা আজকে আপনাদেরকে সকল প্রকার সঠিক তথ্য দিয়ে সাহায্য করবো।
মহান আল্লাহ তায়ালা ইসলামের পরিপূর্ণ জীবন বিধানের মাধ্যমে প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের সকল প্রকার নিয়ম-নীতি তুলে ধরেছেন। মহান আল্লাহ তাআলা মানুষের জীবনে প্রয়োজনীয় কর্মকাণ্ডগুলোতে বেশ কিছু আমল দান করেছেন। যে আমলগুলো অনুশীলন করলে মহান আল্লাহ তাআলার নেকি ও সওয়াব লাভ করা সম্ভব হয় এবং নিজের কর্মকাণ্ড সম্পাদন করা সম্ভব হবে। এরকমই একটি অমল হচ্ছে রাতে ঘুমানোর দোয়া। রাতের ঘুমানোর দোয়াটি সকলের জীবনে প্রয়োজনীয় একটি আমল। এই দোয়াটি বা এই আমলটি অনুশীলন করে রাতে কোন ব্যক্তি ঘুমালে মহান আল্লাহতালা সেই ব্যক্তিকে নিজের জিম্মায় নিয়ে আসেন এবং শয়তানের সকল প্রকার কুরুচিপূর্ণ কর্মকাণ্ড থেকে ব্যক্তিকে রক্ষা করেন। ঘুমানোর দোয়া করে ঘুমালে শয়তান ঘুমন্ত ব্যক্তির নিকটে আসতে পারে না। শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা ও পরশু কর্মকান্ড থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং মহান আল্লাহ তায়ালার সওয়াব লাভ করার জন্য সকলকে ঘুমানোর পূর্বে ঘুমানোর দোয়া পরে ঘুমানো উচিত।
ঘুমানোর দোয়া
অনেকেই ঘুমানোর দোয়াটি সম্পর্কে জানার জন্য অনলাইনে ঘুমানোর দোয়া অনুসন্ধান করে যায়। আজকে আমরা সেখানে নিয়ে এসেছি ঘুমানোর দোয়াটি সম্পর্কিত একটি পোস্ট। আমাদের আজকের এই পোস্টের সকল আলোচনা শেষে আমরা আপনাদের মাঝে ঘুমানোর দোয়াটি তুলে ধরেছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ঘুমানোর দোয়াটি সংগ্রহ করে আপনি আপনার জীবনে ছোট আমলটি করতে পারবেন। আপনি আমাদের আজকের এই ঘুমানোর দোয়া সম্পর্কিত পোস্টটি আপনার পরিবার বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকে এই দোয়া সম্পর্কে অবগত করতে পারবেন। আপনার শেয়ারের ফলে অনেকে শয়তানের কোন মন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নিচে ঘুমানোর দোয়াটি তুলে ধরা হলো:
আরবিতে ঘুমানোর দোয়া
اللهم باسمك أموت وأحيا
বাংলায় ঘুমানোর দোয়া
হাদিস শরিফে ঘুমের আগে পড়ার কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। চাইলে সব দোয়া পড়া যায়। অথবা নিম্নে উল্লেখিত ঘুমানোর ছোট দোয়াটি অন্তত পড়া যায়। ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া।’
অর্থাৎ ‘হে আল্লাহ! তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই অনুগ্রহে আমি পুনরায় জাগ্রত হবো। (বুখারি, হাদিস : ৬৩২৪)
ঘুমানের আগে-পরে দোয়া পড়া মুমিন-জীবনের অংশ। ঘুমের আগে আল্লাহর নাম না নেওয়া কিংবা দোয়া না পড়া অনুচিত। হাদিসে রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে।
(আবু দাউদ, হাদিস : ৪৮৫৬