ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া, সময়সূচী ও টিকিটের মূল্য

ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া: প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আপনাদের মাঝে ঢাকা টু কক্সবাজারের বাস ভাড়া সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের মাঝে ঢাকা থেকে কক্সবাজার গামী সকল বাসের ভাড়ার তালিকাটি আপনাদের মাঝে তুলে ধরব। অনেকেই নিজের কর্ম ব্যস্ত জীবনের অবসাদ দূর করতে অথবা সমুদ্র সৈকত পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজার ভ্রমণ করে থাকে। তাদের মধ্যে অনেকেই ঢাকা থেকে কক্সবাজারের সঠিক বাস ভাড়া সম্পর্কে অবগত নয় । যার কারণে তারা অনলাইনে ঢাকা থেকে কক্সবাজারের বাস ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে চান। এজন্যই আমরা আজকে নিয়ে এসেছি আমাদের এই পোস্টটিতে ঢাকা থেকে কক্সবাজারের বাস ভাড়া সম্পর্কিত সকল ধরনের তথ্য। আমরা আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে ঢাকা থেকে কক্সবাজারের সঠিক বাস ভাড়া সম্পর্কে জানাতে সাহায্য করবো। আশা করি আমাদের আজকের এই প্রশ্নের মাধ্যমে আপনারা উপকৃত হবেন।

বাংলাদেশের সৌন্দর্য প্রবন্ধ জেলা গুলোর মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে কক্সবাজার যেখানে রয়েছে বিশ্বের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান কক্সবাজার সমুদ্র সৈকত। এটি কক্সবাজার জেলায় অবস্থিত। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের আয়তন ১২০ কিলোমিটার লম্বা। এই সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ হচ্ছে এখানে কোনো কাঁদার অস্তিত্ব নেই পুরোটাই বালুকাময়। এটি রূপময় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি স্থান। কক্সবাজার সমুদ্র সৈকত প্রতিনিয়ত তার রূপ বদল করতে থাকে। এই সমুদ্র সৈকত টি একেক রূপে প্রকৃতির মাঝে বিচরণ করে থাকে।এর অপরুপ সৌন্দর্যের জন্য এটি বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের পর্যটকদের প্রধান আকর্ষণ। প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শনের জন্য ভিড় জমায়। কক্সবাজার জেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই সমুদ্র সৈকত।a

ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া

অনেকেই দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করে থাকেন। যাতায়াত বাহন হিসেবে অধিকাংশ মানুষ বাসকে প্রাধান্য দিয়ে থাকে। কোন জায়গায় বা কোন স্থানে যাতায়াত করার পূর্বে অবশ্যই সে স্থানের নির্দিষ্ট ভরা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সময় পরিবর্তনের সাথে সাথে যানবাহনের ভাড়ার পরিবর্তন হয়। এজন্য আমাদেরকে সাম্প্রতিক সময়ের যানবাহনের সঠিক ভাড়া সম্পর্কে জানতে হবে। তাই তো আমরা আজকে নিয়ে এসেছি ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া সম্পর্কিত একটি পোস্ট। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ঢাকা থেকে কক্সবাজার পরিচালিত সকল ধরনের বাসের ভাড়া তুলে ধরব। আপনারা আমাদের আজকের এই পোস্টটি থেকে ঢাকা টু কক্সবাজারের বর্তমান সময়ের সঠিক বাস ভাড়া সম্পর্কে জানতে পারবেন। আমাদের আজকের এই পোস্ট টি আপনাদেরকে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতের ক্ষেত্রে সাহায্য করবে। নিচে ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া তুলে ধরা হলো:

বাসের নাম

টিকিট ফি BDT (AC)

টিকিট ফি BDT (নন এসি)

দেশ ট্রাভেলস

750

1800

তুবা লাইন

800

1450 (ইকোনো), 2000 (ব্যবসা)

এনা পরিবহন

800

1200, 1600

অনন্য পরিষেবা

800

শ্যামলী পরিবহন (NR)

800

1000, 1200, 2000

শ্যামলী পরিবহন (এসপি)

800

1500 (ইকোনো), 2200 (ব্যবসা)

বছর 71

800

1600

টিআর ট্রাভেলস

800

1400 (ইকোনো), 2000 (ব্যবসা)

ঈগল পরিবহন

800

1500

এসআই এন্টারপ্রাইজ

800

হানিফ এন্টারপ্রাইজ

800

2000 (ব্যবসা)

ইকোনো

800

রাজকীয় কোচ

800

1500 (ইকোনো)

সেন্ট-মার্টিন

800

1500 (ইকোনো)

এস.আলম

800

গ্রীন লাইন

1250, 1800, 2000, 2500

সোহাগ

1700 (নিয়মিত), 2000 (এক্সক্লুসিভ)

স্টার লাইন

1000

অগ্রাধিকার ভ্রমণ

2500

Shanti Poribohon

1000

সিল্ক লাইন ট্রাভেলস

2000

ঢাকা টু কক্সবাজার বাস টিকিট প্রাইস

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য বাস নির্ধারণ করে থাকলে বাসের টিকিট প্রাইস সম্পর্কে জানতে হবে আপনাকে এক্ষেত্রে আপনি উপকৃত হতে পারবেন এবং আপনার জন্য কোন বাসটি ভালো হবে এটি নির্ধারণ করতে পারবেন সহজেই। বিভিন্ন বাস ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করে থাকেন আপনি যেকোনো বাস নির্বাচন করতে পারবেন তবে আপনার জন্য কোনটি আনন্দদায়ক ভ্রমণ দিতে পারবে এটি নিশ্চিত করবেন শুধুমাত্র আপনি। তাই আমরা বেশ কিছু বাস এর টিকিটের প্রাইস দিয়ে আপনাদের সহযোগিতা করছি সেখান থেকে আপনি কোন বাসটি নির্বাচন করবেন সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এসি ননএসসি উভয় বাস এর টিকিটের মূল্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে।

নন এসি বাসের ভাড়া

  • হানিফ এন্টারপ্রাইজ এরোডে তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 800 টাকা।
  • সেন্ট মার্টিন হ্যুন্দাই প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 900 টাকা।
  • এ রুটে চলাচলকারী বাস এনা ট্রান্সপোর্ট লিঃ তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 800 টাকা।

এসি বাসের ভাড়া

  • হানিফ এন্টারপ্রাইজ লিমিটেডের এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে 1600 টাকা। আপনারা যারা ঢাকা টু কক্সবাজার হানিফ এন্টারপ্রাইজ এসি বাসে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের সিট প্রতি 1600 টাকা খরচ করতে হবে।
  • সেন্ট মার্টিন হুন্ডাই এর এই রোডে এসি বাসের ভাড়া তারা নির্ধারণ করেছে 1300 টাকা।
  • এনা ট্রান্সপোর্ট লিঃ এর এসি বাসের ভাড়া তারা নির্ধারণ করেছে 1600 টাকা।
  • রয়েল কোচ এর এসি বাসের ভাড়া তারা নির্ধারণ করেছে 1600 টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *