তুই আমার দুটি চোখের তারা রে লিরিক্স
তুই আমার দুটি চোখের তারা রে লিরিক্স: বর্তমান সময়ের ব্যাপক ভাইরাল একটি গান এটি। খুব অল্প সময়ের মধ্যে এই গানটি জনপ্রিয়তা পেয়েছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে গানটি ভিন্ন ভিন্ন ভার্সন তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া সহ আরো বেশ কিছু ক্ষেত্রে এই গানটির ব্যবহার হচ্ছে। বেশ জনপ্রিয় একটি গান আমরা আজকের আলোচনার মাধ্যমে এই গানটির বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। গানটির কথা ও সুর সমস্ত বিষয় মিলিয়ে অসম্ভব সুন্দরভাবে গানটি তৈরি করা হয়েছে। আমরা অবশ্যই আমাদের আজকের আলোচনার মাধ্যমে এই গানটি লেখক গায়ক সুরকারসহ গানটির সম্পূর্ণ কথা দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমরা নিয়মিত আমাদের আলোচনার মাধ্যমে নতুন নতুন ভাইরাল গানগুলোর লিরিক্স প্রদান করার চেষ্টা করে থাকি।
বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তুই আমার দুটি চোখের তারারে এই গানটি। প্রেম ভালোবাসার বিষয়ে সহ আরো বেশ কিছু বিষয়ে প্রকাশিত হয়েছে এই গানে। অনেকে রয়েছে গানের শুরুর বিক্রি মনে রাখতে পারলেও শেষের অংশগুলো মনে রাখতে পারেন না তারা অবশ্যই এখান থেকে গানের লিরিক সম্পর্কে জানবেন পরবর্তী সময়ে গানের সুরের সাথে সুর মিলিয়ে গানটি গাওয়ার মাধ্যমে সম্পূর্ণ গানটি নিজের আয়ত্তে নিতে পারেন। প্রথমত আপনাদের মাঝে গানটির বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরছি।
তুই আমার দুটি চোখের তারারে লিরিক্স
আপনারা যারা এই গানটির বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের আলোচনার মাধ্যমে উপকৃত হবেন। উপরোক্ত তথ্যের মাধ্যমে এই গানটির বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। এখান থেকে এই গানটি সম্পূর্ণ কথা জানতে পারবেন অবশ্যই গানটি সম্পূর্ণ কথা আপনাদের ভালো লাগবে আপনারা যারা গানটি শুনেছেন এখান থেকে গানটির লিরিক সংগ্রহ করতে পারেন। আপনাদের সহযোগিতার জন্য আমরা গানটি সম্পূর্ণ লিরিক সংগ্রহ করার মাধ্যমে উপস্থাপন করছি নিচে।
তুই আমার দুটি চোখের তারারে
তোর লাইগা মনটা পাগল পারা রে
তুই আমার দুটি চোখের তারারে
তোর লাইগা মনটা পাগল পারা রে
তোরে ছাড়া চাইনা বাঁচতে
যাব যে মরে
তুই আমার দুটি চোখের তারারে
তোর লাইগা মনটা পাগল পারা রে
তুই আমার দুটি চোখের তারারে
তোর লাইগা মনটা পাগল পারা রে
তুই যে আমার সুখ পাখিটা
মন আকাশের চাঁন
তোরে ছাড়া বাঁচবো না রে
তুই যে আমার প্রাণ
তুই যে আমার সুখ পাখিটা
মন আকাশের চাঁন
তোরে ছাড়া বাঁচবো না রে
তুই যে আমার প্রাণ
চোখের একটু আড়াল হলে
মন যে কাইন্দা মোরে
তুই আমার দুটি চোখের তারারে
তোর লাইগা মনটা পাগল পারারে ।