পিরিতি পাগল বানাইছে লিরিক্স
পিরিতি পাগল বানাইছে লিরিক্স: পিরিতি পাগল বানাইছে সাম্প্রতিক সময়ের ভাইরাল একটি গান। মূলত প্রেম বিরহের একটি গান যার মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন বিষয়। প্রতিনিয়ত আমরা লক্ষ্য করে থাকি অন্যান্য গানের তুলনায় বিরহের গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়ে থাকে মূলত এই গানগুলো মানুষের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করে। এই গানগুলোর সাথে নিজেদের মিল পাওয়া খুব কম সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়ে থেকে। তাইতো আমরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনাদেরকে এই গানটির বিষয় সম্পর্কে জানানোর উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি। পিরিতি পাগল বানাইছে এই গানটির মাধ্যমে বিরহের বিষয়টি সম্পূর্ণ ভাবে লক্ষ্য করে থাকি আমরা।
সমস্ত বিষয়ে বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারি এটি একটি বিরহের গান আর বিরহের গান সম্পর্কে আপনাদের জানানোর আগ্রহ প্রকাশ করে থাকি এই ওয়েবসাইটের মাধ্যমে। পিরিতি পাগল বানাইছে এই গানটি সম্পর্কে আমরা প্রায় সকলেই জেনেছি তবে youtube সহ অন্যান্য প্ল্যাটফর্মে এই গানটির বিভিন্ন ধরনের ভিডিও লক্ষ্য করা যায় তবে গানটি অত্যন্ত সুন্দর আপনারা যারা এই গানটির সম্পর্কে জানতে চান তারা এখান থেকে জেনে নিতে পারবেন। পাশাপাশি গানটি সম্পূর্ণ মনে রাখতে চাইলে অবশ্যই লিরিক সম্পর্কে জানতে হবে আপনাকে আর তা দিয়েই সহযোগিতার জন্য রয়েছি আমরা।
পিরিতি পাগল বানাইছে লিরিক্স
অনেক কষ্টের একটি গান। মূলত প্রেমে ব্যর্থ হয়ে খুব কষ্টে কাপড় হয়ে মানুষের মনে যে সকল কথা আসে যে ভাব প্রকাশ পায় তাই গানের মাধ্যমে তুলে ধরেছেন এই গানের লেখক। সুতরাং যারা অনেক বেশি কষ্টে রয়েছেন প্রেমের বিরহে রয়েছেন তারা একবার হলেও এই গানটি শুনবেন আশা করছি আপনাদের এই গানটি ভালো লাগবে। এছাড়াও গানটি যারা সম্পূর্ণ মনে রাখতে চান তাদের জন্য প্রয়োজনীয় একটি লিরিকস এটি যা সম্পূর্ণরূপে তুলে ধরছি নিচে।
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।
ও সোনা,বন্ধে,…
ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা
পের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা
সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা
আরে সেই অবধি লাগল আমার
শ্যাম পিরিতির টানা ও সোনা,বন্ধে,…
ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা
হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা
ও সোনা বন্ধে …
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
মুখ চাইয়া হাসে আমার যত আরি পারি
মুখ চাইয়া হাসে আমার যত আরি পারি
দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি
দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি
ও সোনা বন্ধে …
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।
ও সোনা বন্ধে…
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো