বকুল ফুল বকুল ফুল লিরিক্স

বকুল ফুল বকুল ফুল লিরিক্স: অত্যন্ত সুন্দর একটি গান। গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর সকল পরিবেশের সকল শ্রেণীর মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এই গানটি। খুবই সামাজিক সুন্দর একটি গান হচ্ছে এটি। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। গানটির প্রথম লাইনটি এটি মূলত একসময়ের ব্যাপক জনপ্রিয় একটি গান ছিল। আজকের আলোচনায় এই গানটির লেখক এর বিষয় সম্পর্কে আপনাদের জানাবো এছাড়াও কে শুরু করেছেন এবং কে গেয়েছেন এ বিষয় সম্পর্কে জানতে পারবেন। বকুল ফুলের সাথে আমরা সকলেই পরিচিত খুবই ছোট্ট সুন্দর একটি ফুল বিশেষ করে সুভাষের জন্য বেশ জনপ্রিয়।

মূলত বেশ কিছু বিষয়ের সাথে তুলনা করে হয়েছে এই গানটির মাধ্যমে। পার্টিতে উল্লেখ করা হয়েছে বকুল ফুল এবং শালিক এর কথা। এছাড়াও গানটির অভ্যন্তরীণ বেশ কিছু বিষয় রয়েছে গানটির লিরিক্স সম্পর্কে জানার মাধ্যমে আমরা বেশি কিছু বিষয় সম্পর্কে জানতে পারবো। সুন্দর সাবলীল ভাষার ব্যবহার করা হয়েছে এই গানটিতে অনেক অর্থপূর্ণ শব্দ রয়েছে আমরা অনেকেই এই অর্থপূর্ণ শব্দগুলোর সাথে পরিচিত নই আশা করছি আমাদের সাথে থাকার মাধ্যমে গানটি লিরিক্স সম্পর্কে জানার মাধ্যমে এ বিষয়ে সম্পর্কে বুঝতে হবেন। অনেক পুরনো একটি গান বর্তমান সময়েও বেশ জনপ্রিয়। ইয়াং জেনারেশন এর কাছে এই গানটি নতুন মনে হলেও এটি বেশ পুরনো একটি গান। প্রথমত গানটির সাথে সম্পর্কিত ব্যক্তিদের বিশেষ সম্পর্কে জানাচ্ছি নিচে।

বকুল ফুল বকুল ফুল লিরিক্স

বকুল ফুল বকুল ফুল গানটির লিরিক্স সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন এমন ব্যক্তিদের জানাচ্ছি স্বাগতম। আলোচনার মাধ্যমে আপনাদের লিরিক্স দিয়ে সহযোগিতা করার জন্যই উপস্থিত হয়েছি এখানে। সুতরাং আলোচনার মেইনপর্ব গানের লিরিক্স আমরা আমাদের ওয়েবসাইটটিতে বিভিন্ন ধরনের গানের লিরিক্স প্রকাশ করে থাকি। এখান থেকে বকুল ফুল বকুল ফুল গানটির লিরিক্স সম্পর্কে জেনে নিতে পারেন। নিচে লিরিক্স তুলে ধরছি।

বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা,
সেইতো মজা লোটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে।
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে।
সোনা দেহে ঘাম ঝরে
সোনা দেহে ঘাম ঝরে,
দুঃখে পরান ফাটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে।
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে।
ইচ্ছে জামাই করবো আদর
ইচ্ছে জামাই করবো আদর,
দানাতো নাই ঘরে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা,
সেইতো মজা লোটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *