বাঙালি নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন

বাঙালি নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন: বাঙ্গালীদের নিয়ে বিভিন্ন ধরনের মতামত লক্ষ্য করেছি আমরা দেশে কিংবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই আমাদের নিয়ে মতামত। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বাঙালিরা প্রশংসিত হয়েছেন । বাঙ্গালীদের বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞানী ব্যক্তিগণ অনেক ধরনের মতামতই প্রকাশ করেছেন এমন মতামত গুলোই জানার আগ্রহ প্রকাশ করে অসংখ্য বাঙালি অনুসন্ধান করে থাকেন। তাদের অনুসন্ধানকে সম্মান করে সুন্দর কিছু উক্তি নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনায় সেই সাথে উক্তির পাশাপাশি থাকতে বাঙ্গালীদের নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন যেগুলো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের জন্য খুঁজে থাকেন।

অর্থাৎ সময় নিয়ে আমাদের সাথে যুক্ত থাকার মধ্য দিয়ে বাঙ্গালীদের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বিশেষ ব্যক্তিদের মতামতের পাশাপাশি স্ট্যাটাস ও ক্যাপশন সম্পর্কে জানতে পারবেন যা হয়তো আপনার প্রয়োজন। বাঙালিরা অনেক দিক থেকে এগিয়ে রয়েছে এদের আন্তরিকতা বিশ্বের সকল জাতির থেকে এগিয়ে।

বাঙালি নিয়ে উক্তি

আলোচনার এ পর্যায়ে বাঙালিদেরকে কেন্দ্র করে কিছু মতামত নির্বাচন করে আপনাদের মাঝে তুলে ধরছি এখানে। বাঙ্গালীদের মতামত গুলো সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে থেকে উক্তি নির্বাচন করে নিয়ে এসেছি আমরা। আশা রাখছি বাঙ্গালীদের বিষয়ে সুন্দর এই মতামত গুলো আপনাদের ভালো লাগবে।

১. সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।
— রবীন্দ্রনাথ ঠাকুর ।

২. বাংলাদেশের বাঙালী যে আমার বাবাকে হত্যা করতে পারে, এ তো চিন্তারও বাইরে।
— বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

৩. বাঙালীদের সামনে তাদের বেশি প্রশংসা করতে নেই, প্রশংসা করলেই তারা এক লাফে মাথায় উঠে যায়।
— হুমায়ূন আহমেদ।

৪. মানুষের ওপর থেকে বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা আরো বেশি বিপদজনক।
— হুমায়ূন আজাদ।

৫. বাঙলা দেশে জন্মিয়াছে বলিয়াই যে সে বাঙালি তা নয়, বরং সে বাঙলা ভাষা ও সংস্কৃতির মধ্য দিয়া চিত্তলোকে যাতায়াত করিতেছে বলিয়াই, তাহারা বাঙালী।
— রবীন্দ্রনাথ ঠাকুর।

৬. যে বয়সে বাঙালি তারুণ্য প্রায় অনিবার্যভাবে কবিতা লিখে, আমি সেই বয়সে ইউরোপীয় শাস্ত্রীয় সঙ্গীত শুনতে পছন্দ করতাম।
— সত্যজিৎ রায়।

বাঙ্গালীদের নিয়ে স্ট্যাটাস

বাঙালি হয়ে বাঙ্গালীদের নিয়ে স্ট্যাটাস প্রদানের উদ্দেশ্য রয়েছে অনেকের যারা অনলাইন থেকে স্ট্যাটাস করছেন তাদেরকে বাঙ্গালীদের বিষয়ে নতুন নতুন স্ট্যাটাস প্রদান করে সহযোগিতা করব এখানে। বর্তমান সময় মানুষ তাদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য অনলাইন থেকে অনুসন্ধান করেন ঠিক তেমনি অনেক শ্রেণীর মানুষ রয়েছে বাঙ্গালীদের বিষয়ে স্ট্যাটাস খুলে থাকেন আশা করছি তাদের এখানে স্ট্যাটাস পেয়ে সহযোগিতা লাভ করবেন।

৭. বাঙালীদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের ভালোবাসার ক্ষমতা। এই বিষয়ে বিশ্বের যে কোনো জাতি অনায়াসে বাঙালিদের কাছে নতি স্বীকার করতে বাধ্য।
— কিশোরীমোহন দাস।

৮. ‘৭১ সালে সবচেয়ে নৃশংস ঘটনা ঘটেছিলো নারীদের সাথে। পাকিস্তানি সৈন্যরা যখন পরাজয় বুঝতে পারলো, তখন তারা যেভাবে বাঙালী নারীদের উপর ঝাঁপিয়ে পড়লো, তার নিন্দা করার ভাষাও আমার কাছে নেই।
— ইরিশ চ্যাঙ।

বাঙালি নিয়ে ক্যাপশন

বাঙ্গালীদের বিষয়ে ক্যাপশন সংগ্রহ করার উদ্দেশ্যে অনুসন্ধানকৃত ব্যক্তিদের সুন্দর কিছু ক্যাপশন প্রদান করব আমরা। যারা ক্যাপশন অনুসন্ধান করছেন তারা খুব সহজেই এখান থেকে বাঙালি ভিত্তিক ক্যাপশন গুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

৯. আমাদের বাঙালীর মধ্যে দুটো দিক আছে, এক হলো আমরা মুসলমান, আর দুই হলো আমরা বাঙালী।
— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১০. যে জাতি ( বাঙালী ) বিড়ালের ভয় দেখিয়ে সন্তানদের ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করবে কি করে?
— শেরে-বাংলা এ কে ফজলুল হক।

১১. যদি ভারতবর্ষকে একখানা উপন্যাস মনে করেন, তবে বাঙালী তাহার নায়িকা! ভারতের পুরুষ সমাজে আমরা পুরুষিকা! অতএব, আমরা মূর্তিমান কাব্য।
— বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

১২. বাঙালীর হাজার বছরের যে ইতিহাস, তাতে সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হলো মুক্তিযুদ্ধ। বাঙালী জাতি একত্রিত হলে যে দা, শাবল, বটি, কুড়াল নিয়েও ট্যাংক, কামানের মোকাবিলা করতে পারে, বাংলাদেশের এই মুক্তিযুদ্ধই তার প্রমাণ।
— রাজশেখর বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *