মিলন হবে কত দিনে লিরিক্স- Milon Hobe Koto Dine Lyrics
মিলন হবে কত দিনে লিরিক্স: মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা এই গানটি শুনেন নি। গানটির অসংখ্য ভার্শন রয়েছে অনেক। অনেকেই অনেক ভাবে গিয়েছেন এই গানটি। তবে সকল কিছু মিলিয়ে বেশ আলোচিত একটি গান এটি। সংগীতের বিভিন্ন মঞ্চে শোনা যায় এই গান। বাংলাদেশ কলকাতায় ব্যাপক জনপ্রিয় ও আলোড়ন সৃষ্টিকারী একটি গান এটি। মূলত জনপ্রিয় গান হওয়ার মাধ্যমেই আমাদের আলোচনা এসেছে এই গানের লিরিক্স। সুন্দর এই গানের লিরিক সম্পর্কে আপনাদের জানানোর আগ্রহ প্রকাশ করে উপস্থিত হয়েছি আমরা।
সুতরাং আপনারা যারা গান পছন্দ করেন গান বলতে ভালোবাসেন তাদের সহযোগী একটি ওয়েবসাইট এটি। বিভিন্ন নতুন নতুন গানের বিষয় সম্পর্কে জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আমরা চেষ্টা করে থাকি সুন্দর গানগুলো দিয়ে আপনাদের মাঝে আসতে এক্ষেত্রে আমরা মনে করছি এটি জনপ্রিয় একটি গান অনেকেই এই গানের কথা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। তাদের অবশ্যই এই গানটি ভালো লাগবে।
মিলন হবে কত দিনে লিরিক্স
গানটির কথার মাধ্যমে প্রকাশ করা হয়েছে নিজের মনের মানুষ ভালোবাসার মানুষের সাথে মিলনের বিষয়টি। গানের কথার মাধ্যমে স্পষ্ট হয়েছে নিজের মনের মানুষের সাথে মিলনের অপেক্ষা করছেন লেখক। এছাড়াও গানটির জনপ্রিয়তার অন্যতম সেরা কারণগুলোর মধ্যে একটি হচ্ছে গানটির সুরকার। সুরকার এবং গীতিকারের অসম্ভব প্রতিভার কারণে এই গানটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। সুতরাং প্রিয় পাঠক বন্ধুগণ চলুন জেনে নেয়া যাক আলোচিত এই গানটির লিরিক্স। নিচে গানটির সম্পূর্ণ লিরিক্স প্রদান করছি আমরা।
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী
হব বলে চরণদাসী
ও তা হয় না কপালগুণে
ও তা হয় না কপালগুণে
আমার মনের মানুষের সনে
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে
ঐ রূপ হেরি এ দর্পণে
আমার মনের মানুষের সনে
যখন ও রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়
যখন ও রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদাই
প্রেম যে করে সে জানে
ঐ প্রেম যে করে সে জানে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে