শুভ রাত্রি এসএমএস ও কবিতা
প্রিয় পাঠক বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে আলোচনা করবো। আমার আজকের এই নতুন পোস্টটি হচ্ছে শুভ রাত্রি এসএমএস ও কবিতা সম্পর্কিত একটি পোস্ট। আমার আজকের এই পোস্ট থেকে আপনারা শুভ রাত্রি নিয়ে এসএমএস ও কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন। আমার আজকের এই শুভ রাত্রি সম্পর্কিত এসএমএস ও কবিতা গুলো সংগ্রহ করে আপনি আপনার বন্ধুদের ও প্রিয় মানুষদের শুভ রাত্রি জানাতে পারবেন। আমার আজকের এই শুভ রাত্রি নিয়ে এসএমএস ও কবিতা গুলো অনেক সুন্দর। আপনাদের সকলের ভালো লাগবে।
শুভ রাত্রি জানানোর মাধ্যমে সম্পর্ক গুলোর প্রতি যত্ন নেওয়া হয়। কথায় আছে যত্নের মাধ্যমে সম্পর্কের গভীরতা সৃষ্টি হয়। কথাটি পুরোপুরি সত্যি। কেননা সব সম্পর্কের মূলে রয়েছে বিশ্বাস ভরসা ভালোবাসা একটু যত্ন ও অপেক্ষা। এগুলো ছাড়া সম্পর্ক গুলো দিন দিন অন্তঃসারশূন্য হয়ে যায়। সম্পর্ক গুলোকে রোমান্টিক করে তুলতে বিশেষ বিশেষ সময় বা মুহূর্ত গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যায় তার প্রিয় মানুষটি যেন তার প্রতি একটু যত্নশীল হয়। তাকে বিশেষ বিশেষ সময় বা মুহূর্ত গুলোতে শুভেচ্ছা জানায়। সকাল টা যেন শুরু করে শুভ সকাল বলার মাধ্যমে। শুভ সকাল শুভ সন্ধ্যা বা শুভ রাত্রি দিয়ে শুধুমাত্র শুভেচ্ছা জানানো হয় না এর মধ্যে জড়িয়ে থাকে অনেক ভালোবাসা।
শুভ রাত্রি এসএমএস
প্রিয় বন্ধুরা আপনারা যারা শুভ রাত্রি এসএমএস গুলো খুঁজে বেড়াচ্ছেন। তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট। আমরা আজকে আপনাদের মাঝে শুভরাত্রি নিয়ে বেশ কিছু এসএমএস প্রকাশ করবো। আমাদের আজকের এই শুভ রাত্রি এসএমএস গুলো সংগ্রহ করে আপনি আপনার প্রিয় মানুষটিকে রাতে শুভেচ্ছা জানাতে পারবেন। আপনি আমাদের আজকের এই শুভ রাত্রির এসএমএস গুলো মুঠোফোনে খুদে বার্তা হিসেবে ব্যবহার করতে পারবেন। আমরা আজকে আমাদের এই পোস্টটি আপনাদের জন্য রোমান্টিক ও সুন্দর শুভরাত্রি এসএমএস গুলো সংগ্রহ করেছি। নিচে আমাদের শুভরাত্রি এসএমএস গুলো তুলে ধরা হলো:
Twinkles Twinkles লিটিল স্টার
সময় হলো ঘুমাও এবার।
মশার সাথে করো ফাইট,
আজকের মতো Good night
রাত্রি মানে গভীর নেশা,
নতুন করে স্বপ্ন দেখার আশা।
রাত্রি মানে চোখটি মেলে
শুভ রাত্রি বলা।
✨শুভ রাত্রি✨
রাত শুধু আধার নয়,
একটু খানি আলো।
রাত শুধু খারাপ নয়,
স্বপ্ন গুলো ভালো।
✨শুভ রাত্রি✨
আজকের এই উত্তাল রাতে,
আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে,
মনকে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানায়
✨শুভ রাত্রি✨
রাত হয় গভীর,
চোখে আসে ঘুম।
আকাশে ওঠে চাঁদ,
রাত্রী হয় নিঝুম।
সুন্দর স্বপ্ন তােমায়
করে ডাকাডাকি,
রাত্রি পেরিয়ে গেল,
স্বপ্ন দেবে ফাঁকি।
✨শুভ রাত্রি✨
কাজে কাজে দিন শেষ
ডুবলো আলো আধার হলো,
ফুলগুলো সুবাশ হারালো,
চাঁদ মামা আলো দিলো,
তুমি এখন ঘুমিয়ে পর।
✨শুভ রাত্রি✨
ঝিঝি পোকা গাইছে গান
বলছে ঝিকিমিকি।
বন্ধু তোমায় SMS এ
Good Night লিখি।
রাত হয়েছে আলগা করে
চোখটা এবার বুজো।
বন্ধু এবার সপ্নতে আমায়
তুমি খোঁজো।
আকাশে রয়েছে কতো
মিষ্টি মধুর তারা।
মনটা হারিয়েছে আজ
ওই চাঁদের পাড়াই।
চাঁদের পাড়াতে বন্ধু আমি
তোমায় দেখা পাই।
এখন শুধু শুয়ে শুয়ে
Good Night গাই।
রাত হয়েছে ঘুমিয়ে পরো,
কালকে কথা হবে।
চন্দ্র মামা আকাশ জুড়ে
জোস্না ছড়াবে।
রাতের বেলায় আলগা হওয়ায়
ঘুম ঘুম চোখ।
বন্ধু তোমার আজকের রাতের
ঘুম টা ভালো হোক।
✨শুভ রাত্রি✨
মনে পড়ে তোমাকে রাতের
আধারে।
ভাবি শুধু তোমাকে সব সময়
অনুভবে।
স্বপ্নে দেখি তোমাকে
চোখের প্রতি পলকে।
আপন ভাবি তোমাকে,
আমার প্রতি নিশ্বাসে।
✨শুভ রাত্রি✨
জোনাকি হলো রাতের বাতি
ঘুম হলো তার সাথি,
তুমি আমার স্বপ্নের পাখি
গ্রহণ করো
✨শুভ রাত্রি✨
আকাশ জুড়ে তারার মেলা,
চাঁদের আলো ভুলিয়েছে মন।
এমন সময় পাশে থাকুক
আমার আপনজন।
✨শুভ রাত্রি✨
ভয় পেওনা আছি পাশে,
ভেবোনা নিজেকে একা।
চন্দ্র মামা স্বপ্নে এসে
দেবে তোমায় দেখা।
মাথার ওপর চন্দ্র মামা
আলো ছড়িয়ে আছে।
সারাজীবন থাকবো সাথে
তোমার পাশে পাশে।
✨শুভ রাত্র✨
ঐ আকাশে অনেক তারা,
মনটা লাগে ভারি,
নিশি রাতে তোমায় ছাড়া
কেমন করে থাকি।
✨শুভ রাত্রি✨
রাতের আকাশে অনেক তারা।
একলা লাগে তোমায় ছাড়া।
✨শুভ রাত্রি✨”
রাতে স্বপ্নে শুধু তোমাকে
দেখতে চায়,
তাই ঘুমিয়ে পড়লাম।
✨শুভ রাত্রি✨
তুমি একা হলে আমায়
দিও ডাক,
গল্প করবাে তােমার সাথে
আমি সারা রাত,
তুমি যদি কষ্ট পাও আমায়
দিও ভাগ,
তােমার কষ্ট শেয়ার করব
হাতে রেখে হাত
✨শুভ রাত্রি✨
মনের আকাশে মেঘ জমেছে,
বৃষ্টি হয়ে পড়ুক ঝরে,
থাকলে পাশে হাতটি ধরে
রাখবাে তােকে মনের ঘরে।
✨শুভ রাত্রি✨
তুমি নেই বলে রাত আসে,
চাঁদ হাঁসে না।
তুমি নেই বলে ফুল ফোটে,
ভ্রোমর আসেনা।
তুমি নেই বলে ভাের হয়
পাখি ডাকে না।
তুমি নেই বলে একা একা
কিছু ভালাে লাগে না
✨শুভ রাত্রি✨
সারাদিন অনেককেই
দেখতে পায়,
কিন্তু রাতে শুধু তোমাকেই
দেখতে চাই।
✨শুভ রাত্রি✨
কিছু কথা অন্তহীন,
কিছু বাঁধন সীমাহীন।
কিছু চাওয়া স্বার্থহীন,
না হোক দেখা প্রতিদিন,
তবু মনে রেখাে চিরদিন।
✨শুভ রাত্রি✨
বলো তো কোন সে বীর
গান গাই মারে তীর,
জানতাম পারবেনা,
মশা মেরে ঘুমিয়ে পর।
✨শুভ রাত্রি✨
শুভরাত্রি কবিতা
প্রিয় মানুষটির প্রতি একটু যত্নশীল হতে কে না চায়। তবুও সময় ও পরিস্থিতির চাপে সেরকমভাবে প্রিয় মানুষটির প্রতি যত্ন নেওয়া হয় না। তবে কিছু কিছু মুহূর্ত বা সময় রয়েছে যা কখনো এড়ানো যায় না। যেমন রাতের শেষ সময় বা সকালের শুরু। এ সময় গুলো বেশি করে প্রিয়জনদের কাছে টানে। এ সময় একটু একটু যত্নও ভালোবাসা সম্পর্কগুলোর গভীরতা বৃদ্ধি করে। তাইতো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম শুভরাত্রি সম্পর্কিত বেশ কিছু কবিতা। আমার আজকের এই পোস্ট থেকে আপনারা শুভরাত্রি নিয়ে রোমান্টিক কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন। আপনি আমাদের আজকের এই রোমান্টিক শুভরাত্রি কবিতা গুলো সংগ্রহ করে আপনার প্রিয় মানুষটির প্রতি যত্নশীল হতে পারবেন। তাকে রাতের শুভেচ্ছা জানাতে পারবেন। নিচে শুভরাত্রি কবিতাগুলো তুলে ধরা হলো:
আমি মেঘ তুমি আকাশ,
আমি ফুল তুমি সুভাস,
আমি কবি তুমি তুমি কবিতা,
আমি সূর তুমি গান,
আমি দিন তুমি রবি,
আমি রাত তুমি চাঁদ ।
শুভ রাত্রি
এই আঁধারে মায়া বাড়ে
পারো যদি করো ক্ষমা
আশা রাখি দেখা হবে
শুভরাত্রি প্রিয়তমা. 🌼
দিপ নিভলো রাত্রি হলো আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাসচে দেখো বলচো কি গো ভালো,
রাত তো দেখি অনেক হলো যাও গো সুতে যাও,
এসেছি আমি পাহারা দিতে নিশ্চিন্তে ঘুমাও ।
শুভ রাত্রি