সেই তুমি গানের লিরিক্স- Sei Tumi Keno Eto Ochena Hole Lyrics In Bangla
সেই তুমি গানের লিরিক্স: সেই তুমি কেন এত অচেনা হলে, খুবই জনপ্রিয় একটি গান। গানটির জনপ্রিয়তা রয়েছে আকাশ ছোঁয়া। গানটি প্রকাশের পরবর্তী সময়ে অনলাইন জগতে ব্যাপক সাড়া ফেলেছে। সকলের মুখে এই গানটি শোনা যাচ্ছিল। গানটি প্রকাশের খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিল এবং বর্তমান সময়ও এই গানটি ব্যাপক জনপ্রিয়। এত জনপ্রিয় একটি গানের লিরিক সম্পর্কে আপনাদের জানাতে পেরে আমরা আনন্দ প্রকাশ করছি। গানটির লিরিক্স এর পাশাপাশি গানটি কে লিখেছেন এবং কে শুরু করেছেন এছাড়া কণ্ঠশিল্পীর বিষয় সম্পর্কে জানতে পারবেন। একটি গানের বিষয়ে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করে যারা অনলাইনে এসে থাকে তাদের সহযোগিতার জন্য এই সাইট। আমরা নিয়মিত আপনাদেরকে নতুন প্রকাশিত গানগুলোর কথা দিয়ে সহযোগিতা করি।
সেই তুমি গানটির মধ্যে রয়েছে বেশ কিছু শব্দ যার অর্থ অনেক গভীর। গভীর অর্থপূর্ণ এই সুন্দর গানটির লিরিক্স সম্পর্কে জানিয়ে সহযোগিতা করব আমরা। খুব সহজভাবে আমাদের সাথে থেকে গানটির সম্পূর্ণ কথা সম্পর্কে জেনে নিতে পারেন। কথা তো সুন্দর এই গানের লিরিক সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে অনলাইনে এসে থাকেন প্রতিদিন অসংখ্য মানুষ। তাদের সহযোগিতার জন্যই আমরা নিয়ে এসেছি গানটির কথা প্রথমত গানটির সাথে সম্পর্কিত ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেই।
সেই তুমি(চল বদলে যাই)
শিল্পীঃ আইয়ূব বাচ্চু
অ্যালবামঃ ফেরারি মন
সেই তুমি গানের লিরিক্স
ব্যাপক আলোচিত এবং জনপ্রিয় ভাইরাল গানটির লিরিক্স দিয়ে সহযোগিতা করা হবে আপনাদের। সমস্ত বিষয় মিলিয়ে নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য একটি গান এটি। ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে প্রশংসা পেয়েছে এই গানটি। জনপ্রিয় এই গানটি লিরিক সম্পর্কে জানার আগ্রহ নিয়ে যারা আমাদের ওয়েবসাইটটিতে অবস্থান করছেন তারা নিচে থেকে জেনে নিতে পারেন।
সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি,
কিভাবে এত বদলে গেছি এই আমি,
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই
তুমি কেন বোঝনা,
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়…
কতরাত আমি কেদেছি,
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি,
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা,
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়
যতবার ভেবেছি ভুলে যাবো,
আরও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি,
ভুলে যেতে আামি পারিনা
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি,
কিভাবে এত বদলে গেছি এই আমি,
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই
তুমি কেন বোঝনা,
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়…