আন্দোলন নিয়ে কবিতা ২০২৪

আন্দোলন নিয়ে কবিতা ২০২৪: আন্দোলনকে কেন্দ্র করে ছোট বড় কবিতাগুলো আজকের আলোচনার মাধ্যমে উপস্থাপন করব আমরা। আন্দোলন সম্পর্কিত বিষয় সম্পর্কে আমরা সকলেই জানি। ইতিহাসে আন্দোলন সম্পর্কিত অনেক কিছু রয়েছে। আন্দোলন কেন হয় কি জন্য হয় এই বিষয়গুলো সম্পর্কে আমরা হয়তো সকলেই জানি তবে বিভিন্ন প্রয়োজনে আন্দোলন সম্পর্কিত কবিতাগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের আগ্রহ প্রকাশ করে সংগ্রহের উদ্দেশ্যে অনুসন্ধানকৃত ব্যক্তিদের স্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনায়।

আলোচনা সাপেক্ষে আন্দোলন কেন্দ্রিক নির্বাচিত সুন্দর সেরা মানের কিছু কবিতা তুলে ধরব আমরা যেগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহার করে আন্দোলন সম্পর্কিত বিষয় সম্পর্কে জানাতে পারেন। আন্দোলনকে কেন্দ্র করে বিশেষ জ্ঞানী ব্যক্তিগণ বিভিন্ন মতামত প্রদান করেছেন তাদের মতামতের ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই লিখেছেন ছোট ছোট ক্যাপশন স্ট্যাটাস। সেই কথা ও ছন্দের মাধ্যমে তৈরিকৃত নতুন কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো এখানে।

সুতরাং আন্দোলন সম্পর্কিত কবিতা গুলো জানতে আগ্রহী ব্যক্তিগণ এখান থেকে উপকৃত হতে পারবেন। যারা চাচ্ছেন আন্দোলনকে কেন্দ্র করে সুন্দর কিছু কবিতা সংগ্রহ করতে তাদের সহযোগিতার চেয়ে বিভিন্ন বিষয় উল্লেখ করে ছোট বড় কবিতাগুলো নিয়ে এসেছি আমরা সময় নিয়ে আমাদের সাথে থেকে আপনার পছন্দের কবিতাটি নির্বাচন করে ব্যবহার করুন।

আন্দোলন নিয়ে কবিতা ২০২৪

কোন একটি বিষয়ের উপর ভিত্তি করে দাবি নিয়ে রাজপথে নেমে যাওয়ার মধ্য দিয়ে আন্দোলনের সৃষ্টি হয়ে থাকে। পরবর্তী সময়ে এই আন্দোলন সম্পর্কিত বিষয়ের উপর বিক্রি করে কথা ও ছন্দের মাধ্যমে তৈরিকৃত ছোট বড় লাইন যুক্ত করার মাধ্যমে কবিতার উৎপত্তি হয়। আপনারা যারা নতুন নতুন আন্দোলন সম্পর্কিত কবিতাগুলো খুঁজছে তারা এখান থেকে আন্দোলন সম্পর্কিত কবিতাগুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন।

১. আন্দোলন মানেই অধিকার আদায়ের সংগ্রাম।

২. অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, আন্দোলনে যোগ দাও।

৩. মুক্তির লক্ষ্যে উত্তাল আন্দোলন।

৪. গণমানুষের কণ্ঠস্বর হলো আন্দোলন।

৫. পরিবর্তনের সূচনা আন্দোলনের মাধ্যমে।

৬. স্বপ্নের পৃথিবী গড়তে চাই – আন্দোলন।

৭. আন্দোলনই দিতে পারে সমাধান।

৮. সমাজের অন্যায় দূর করতে চাই – আন্দোলন।

৯. ন্যায়বিচারের দাবিতে চলমান আন্দোলন।

১০. মুক্তি আর স্বাধীনতার জন্য অবিরাম আন্দোলন।

আন্দোলন নিয়ে নতুন কবিতা ২০২৪

নতুন নতুন কবিতা গুলো সংগ্রহ করেছি বিভিন্ন মাধ্যম থেকে। এছাড়াও আমাদের আলোচনা থেকে জনপ্রিয় আন্দোলন সম্পর্কিত কবিতা গুলো সম্পর্কে জানতে পারবেন। এবং নিজেরা কিছু কবিতা লিখেছি যেগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে। আপনি চাইলে এই কবিতাগুলো আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন স্ট্যাটাস কিংবা ক্যাপশন হিসেবে। আন্দোলন সম্পর্কিত নির্বাচিত নতুন কবিতা গুলোর পাশাপাশি জনপ্রিয় কবিতা গুলো তুলে ধরেছি আমরা। আশা করছি আমাদের প্রধান কিন্তু এই কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

বার বার মিছিলে যায় বিদ্রোহী প্রাণ।
বার বার চিৎকার করার আহবান।
শেষ হয়েও শুরু হয় আবার।
নেমে আসুক বিদ্রোহী নজরুল আবার।

বার বার রক্ত হয়ে উঠে বারুদের গুলি।
বার বার আমি চেচিয়ে উঠি।
বার বার আমার জাগ্রত ভাষা করে হাহাকার।
আসো জাগ্রত হই আবার।
শুনি যখন মানুষের হাহাকার।
বিদ্রোহী হয়ে রক্ত করে চিৎকার।

আবার জাগ্রত হই।
জাগ্রত হই।
ঘুমের দেশে যাবার সময় কই?
চল জাগ্রত হই।

চল এবার সবার সাথে হাটি।
মাথায় যদি আঘাত করে বন্ধুক বা লাঠি।
তবু আমরা পিছনটান দিবো না।
চল আরেকবার চিৎকার করি।
আমরা লক্ষ, আমরা কোটি।

আমাদের আছে বিদ্রোহী মন।
আমরা ছাত্র, আমরা বল।
আমরা করতে পারি আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *